ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ছিটকে গেলেন স্যান্টনার, উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় টেস্টে ভূমিকা রাখার সুযোগ থাকতে পারে স্পিনারদের। সেখানে নিউ জিল্যান্ড পাচ্ছে না মিচেল স্যান্টনারকে। তজর্নী কেটে যাওয়ায় ছিটকে গেছেন বাঁহাতি এই স্পিনার।
তাকে না পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন গ্যারি স্টেড। সঙ্গে কেন উইলিয়ামসনকে নিয়েও শঙ্কার কথা জানান নিউ জিল্যান্ড কোচ।
উইলিয়ামসন ভুগছেন কনুইয়ের চোটে। নিউ জিল্যান্ড অধিনায়ককে বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে এই চোট। বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এই কারণে খেলতে পারেননি তিনি। পরে অবশ্য সেরে ওঠে আইপিএলে খেলেছেন। কিন্তু আবার মাথাচাড়া দিয়েছে ওই চোট। এজবাস্টনে দল নিয়ে অনুশীলনের সময় স্টেড জানান, সেরা অবস্থায় উইলিয়ামসনকে পেতে চান তারা।
“কনুইয়ের চোট তাকে এখনও কিছুটা ভোগাচ্ছে। তার চিকিৎসা চলছে। আমরা নিশ্চিত হতে চাই, এই ম্যাচ খেলা তার জন্য ঠিক হবে কি না।”
লর্ডসে ড্র হওয়া প্রথম টেস্টে বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি স্যান্টনার। দুই ইনিংস মিলিয়ে পাননি একটি উইকেটও। ব্যাটিংয়ে এক ইনিংসে সুযোগ পেয়ে খুলতে পারেননি রানের খাতা।
ম্যাচটি ভালো কাটেনি উইলিয়ামসনেরও। দুই ইনিংস মিলিয়ে কেবল ১৪ রান করেন তিনি।
আগামী বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। প্রথম টেস্টে না খেলা পেসার ট্রেন্ট বোল্ট এই ম্যাচে খেলবেন বলে জানান কোচ স্টেড।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছিটকে গেলেন স্যান্টনার, উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় টেস্টে ভূমিকা রাখার সুযোগ থাকতে পারে স্পিনারদের। সেখানে নিউ জিল্যান্ড পাচ্ছে না মিচেল স্যান্টনারকে। তজর্নী কেটে যাওয়ায় ছিটকে গেছেন বাঁহাতি এই স্পিনার।
তাকে না পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন গ্যারি স্টেড। সঙ্গে কেন উইলিয়ামসনকে নিয়েও শঙ্কার কথা জানান নিউ জিল্যান্ড কোচ।
উইলিয়ামসন ভুগছেন কনুইয়ের চোটে। নিউ জিল্যান্ড অধিনায়ককে বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে এই চোট। বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এই কারণে খেলতে পারেননি তিনি। পরে অবশ্য সেরে ওঠে আইপিএলে খেলেছেন। কিন্তু আবার মাথাচাড়া দিয়েছে ওই চোট। এজবাস্টনে দল নিয়ে অনুশীলনের সময় স্টেড জানান, সেরা অবস্থায় উইলিয়ামসনকে পেতে চান তারা।
“কনুইয়ের চোট তাকে এখনও কিছুটা ভোগাচ্ছে। তার চিকিৎসা চলছে। আমরা নিশ্চিত হতে চাই, এই ম্যাচ খেলা তার জন্য ঠিক হবে কি না।”
লর্ডসে ড্র হওয়া প্রথম টেস্টে বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি স্যান্টনার। দুই ইনিংস মিলিয়ে পাননি একটি উইকেটও। ব্যাটিংয়ে এক ইনিংসে সুযোগ পেয়ে খুলতে পারেননি রানের খাতা।
ম্যাচটি ভালো কাটেনি উইলিয়ামসনেরও। দুই ইনিংস মিলিয়ে কেবল ১৪ রান করেন তিনি।
আগামী বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। প্রথম টেস্টে না খেলা পেসার ট্রেন্ট বোল্ট এই ম্যাচে খেলবেন বলে জানান কোচ স্টেড।