ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্র আন্দোলনে আহত ৫১০ শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসা নিয়েছেন

  • আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
গতকাল শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন জানায়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। তার মধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু

ছাত্র আন্দোলনে আহত ৫১০ শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসা নিয়েছেন

আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
গতকাল শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন জানায়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। তার মধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।