ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : ০৬:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহতের চাচা বশির আহমদ বলেন, “আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, “ছাত্র-আন্দোলনে অংশ নেওয়ার কারনে জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে শ্বাস নালি কেটে যায়। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তিনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৬:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহতের চাচা বশির আহমদ বলেন, “আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, “ছাত্র-আন্দোলনে অংশ নেওয়ার কারনে জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে শ্বাস নালি কেটে যায়। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তিনি।