সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় শহীদুল ইসলাম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা পৌনে ১০টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার আদিবাসী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অদূরে গোলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত শহিদুল ইসলামের বাড়ি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। গুল্টা বাজার আদিবাসী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম প্রায়ই তার বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবকরা শহিদুল ইসলামের অভিভাবকদেরকে জানান। কিন্তু তারা কোন ব্যবস্থা নেননি। শনিবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসছিল। এসময় শহিদুল বাইক নিয়ে ওই ছাত্রীর পথ আটকিয়ে উত্ত্যক্ত করে। একপর্যায়ে বিদ্যালয়ের অদূরে গোলাপুর এলাকায় এসে শহিদুল বাইক থেকে নেমে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন দেখে শহিদুলকে গণপিটুনি দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাড়াশ ইউএনও মেজবাউল করিমকে জানান। তিনি ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে পাঠিয়ে দেন। তাড়াশ ইউএনও মেজবাউল করিম জানান, লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়ে ছিলাম। সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের শহিদুলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
জনপ্রিয় সংবাদ