নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সেক্রেটারি জেনারেল ছিলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন।
নূরুল ইসলাম সাদ্দাম এর আগে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
ওআ/আপ্র/২৬/১২/২০২৫



















