ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ছাত্রলীগ কর্মীর রগ কাটা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের পায়ের রগ কেটে দেওয়া মামলার প্রধান আসামি রবিন সরদারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। গ্রেপ্তারকৃত রবিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোল্লাকান্দি গ্রামের আমিন সরদারের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করেন একই পদের প্রার্থী রবিন সরদার। এসময় রবিনের সঙ্গে কয়েকজন সহযোগী ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে ফেরদৌসকে মারধরের পাশাপাশি পায়ের রগ কেটে দেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করেও মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায় আসামিরা। পরে পুলিশ ও পরিবার ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ফেরদৌসের মা নাজমা বেগম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা করেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ছাত্রলীগ কর্মীর রগ কাটা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের পায়ের রগ কেটে দেওয়া মামলার প্রধান আসামি রবিন সরদারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। গ্রেপ্তারকৃত রবিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোল্লাকান্দি গ্রামের আমিন সরদারের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করেন একই পদের প্রার্থী রবিন সরদার। এসময় রবিনের সঙ্গে কয়েকজন সহযোগী ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে ফেরদৌসকে মারধরের পাশাপাশি পায়ের রগ কেটে দেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করেও মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায় আসামিরা। পরে পুলিশ ও পরিবার ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ফেরদৌসের মা নাজমা বেগম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা করেন।