ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত

  • আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় একটি হাইস গাড়ির সঙ্গে শোভনকে বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘষর্ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
জানা যায়, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে তিনি স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারা বাড়ি থেকে প্রাইভেটকার যোগে রওনা দেন ঢাকার উদ্দেশে। পথিমধ্যে ঘটনাস্থল শাজাহানপুর উপজেলার নয়মাইল নামকস্থানে পৌঁছলে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি হাইস গাড়ির সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও শোভন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্টে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো: রফি তালুকদার জানান, ঈদ উদযাপন শেষে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার স্ত্রীসহ পীযূষ ও শাকিল নামে আরো দুজন কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস গাড়ি শোভন ভাইয়ের গাড়ির ডান পাশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শোভন ভাই আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সকালে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি শংকামুক্ত বলে ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত

আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

বগুড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় একটি হাইস গাড়ির সঙ্গে শোভনকে বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘষর্ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
জানা যায়, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে তিনি স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারা বাড়ি থেকে প্রাইভেটকার যোগে রওনা দেন ঢাকার উদ্দেশে। পথিমধ্যে ঘটনাস্থল শাজাহানপুর উপজেলার নয়মাইল নামকস্থানে পৌঁছলে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি হাইস গাড়ির সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও শোভন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্টে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো: রফি তালুকদার জানান, ঈদ উদযাপন শেষে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার স্ত্রীসহ পীযূষ ও শাকিল নামে আরো দুজন কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস গাড়ি শোভন ভাইয়ের গাড়ির ডান পাশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শোভন ভাই আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সকালে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি শংকামুক্ত বলে ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।