ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ছাত্রদের জন্য যা করার, শিল্পীরা করবে : অর্ণব

  • আপডেট সময় : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে গত শনিবার একজোট হয় দেশের সংগীত শিল্পীরা। এদিন বিকেল ৩ টায় সকলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে রাস্তায় নামেন। সেখান থেকে পরবর্তীতে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সাম্প্রতিক আন্দোলন ঘিরে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সংগীতশিল্পীরা; ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করেন তারা। একই সঙ্গে র‌্যাপার হান্নানের মুক্তি দাবি করে বক্তব্য দেন শিল্পীরা। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তিনি বলেন, ‘আমরা ছাত্রদের সমর্থন করতে চাই, তাদের পাশে থাকতে চাই। ছাত্ররা যেন তাদের দাবিগুলো পায়, তা আমরা চাই। এর জন্য শিল্পীদের যা করার দরকার, আমরা তা করব।’ গ্রেপ্তার হওয়া র‌্যাপার হান্নানের মুক্তি দাবি করে অর্ণব আরও বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ গান করা, ছবি আঁকা। সেটি দিয়েই আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু সেটি যদি আটকে দেওয়া হয়, তা অত্যন্ত দুঃখজনক। হান্নানের মুক্তির দাবি করছি।’ অর্ণব ছাড়াও এদিন আরও বক্তব্য দেন পার্থ বড়ুয়া, হাসান, প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, মাকসুদুল হক, লিংকন ডি কস্তা, পলাশ, শেখ ইশতিয়াকসহ অনেকে। উপস্থিত ছিলেন মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, পলাশসহ অনেকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

ছাত্রদের জন্য যা করার, শিল্পীরা করবে : অর্ণব

আপডেট সময় : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে গত শনিবার একজোট হয় দেশের সংগীত শিল্পীরা। এদিন বিকেল ৩ টায় সকলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে রাস্তায় নামেন। সেখান থেকে পরবর্তীতে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সাম্প্রতিক আন্দোলন ঘিরে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সংগীতশিল্পীরা; ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করেন তারা। একই সঙ্গে র‌্যাপার হান্নানের মুক্তি দাবি করে বক্তব্য দেন শিল্পীরা। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তিনি বলেন, ‘আমরা ছাত্রদের সমর্থন করতে চাই, তাদের পাশে থাকতে চাই। ছাত্ররা যেন তাদের দাবিগুলো পায়, তা আমরা চাই। এর জন্য শিল্পীদের যা করার দরকার, আমরা তা করব।’ গ্রেপ্তার হওয়া র‌্যাপার হান্নানের মুক্তি দাবি করে অর্ণব আরও বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ গান করা, ছবি আঁকা। সেটি দিয়েই আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু সেটি যদি আটকে দেওয়া হয়, তা অত্যন্ত দুঃখজনক। হান্নানের মুক্তির দাবি করছি।’ অর্ণব ছাড়াও এদিন আরও বক্তব্য দেন পার্থ বড়ুয়া, হাসান, প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, মাকসুদুল হক, লিংকন ডি কস্তা, পলাশ, শেখ ইশতিয়াকসহ অনেকে। উপস্থিত ছিলেন মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, পলাশসহ অনেকে।