ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ছাগল বাঁধা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

  • আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আজিজুল মোল্যা (৩০), জহুরুল মোল্যা (১৭), বিনু বেগম (৫০), জুবা মোল্যা (২৪) ও রেজান মোল্যাকে (১৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার ওপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মোল্যা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে (রশিতে) বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার ওপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাগল বাঁধা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আজিজুল মোল্যা (৩০), জহুরুল মোল্যা (১৭), বিনু বেগম (৫০), জুবা মোল্যা (২৪) ও রেজান মোল্যাকে (১৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার ওপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মোল্যা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে (রশিতে) বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার ওপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।