ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ছয় বছর পর শো করতে ভারতে ব্রায়ান অ্যাডামস

  • আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর ভারতে শো করতে গিয়েছেন পৃথিবী বিখ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামস। রবিবার (৮ ডিসেম্বর) ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে কলকাতায় ব্রায়ান অ্যাডামসের কনসার্ট আছে। যার আগেই শনিবার (৭ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছেসেন এই রকস্টার। শনিবার রাতেই তাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেছে। জানা গেছে, রবিবার তার অ্যাকোয়াটিকায় কনসার্ট আছে। তার ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ কাঁপতে চলেছে শহর। কলকাতা দিয়েই শুরু হবে তার ভারতের সফর। এদিন গায়ককে সাদা টিশার্ট, কালো ডেনিম শার্ট, প্যান্ট পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চোখে ছিল কালো রোদ চশমা। শহরে নেমেই তাকে বিমানবন্দরে উপস্থিত থাকা অনুরাগী ও পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। এর আগে তিনি ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তার ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তার কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন। তার কনসার্টের টিকিট পুরো হটকেকের মতো বিক্রি হয়েছে। কলকাতা কনসার্টের সব থেকে দামী টিকিটের মূল্য ২,৯৯,৯৯৯ টাকা। এখানে মাত্র ১০ জনের জায়গা আছে। সব থেকে কম মূল্যের টিকেট যেটা এখনও বিক্রি হয়নি সেটার মূল্য ৯,৪৬৯ টাকা। কনসার্টে গোল্ড, প্ল্যাটিনাম, স্টারস্ট্রাক, ইত্যাদি বিভাগে ভাগ করা হয়েছে টিকেটের দাম অনুযায়ী। এখন কলকাতায় একের পর এক কনসার্ট লেগেই আছে। সদ্যই দিলজিতের কনসার্ট হয়ে গেল। আজ ব্রায়ান অ্যাডামসের। এরপর সুনিধি চৌহান সহ একাধিক শিল্পীর কনসার্ট আছে শহরে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ছয় বছর পর শো করতে ভারতে ব্রায়ান অ্যাডামস

আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর ভারতে শো করতে গিয়েছেন পৃথিবী বিখ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামস। রবিবার (৮ ডিসেম্বর) ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে কলকাতায় ব্রায়ান অ্যাডামসের কনসার্ট আছে। যার আগেই শনিবার (৭ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছেসেন এই রকস্টার। শনিবার রাতেই তাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেছে। জানা গেছে, রবিবার তার অ্যাকোয়াটিকায় কনসার্ট আছে। তার ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ কাঁপতে চলেছে শহর। কলকাতা দিয়েই শুরু হবে তার ভারতের সফর। এদিন গায়ককে সাদা টিশার্ট, কালো ডেনিম শার্ট, প্যান্ট পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চোখে ছিল কালো রোদ চশমা। শহরে নেমেই তাকে বিমানবন্দরে উপস্থিত থাকা অনুরাগী ও পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। এর আগে তিনি ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তার ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তার কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন। তার কনসার্টের টিকিট পুরো হটকেকের মতো বিক্রি হয়েছে। কলকাতা কনসার্টের সব থেকে দামী টিকিটের মূল্য ২,৯৯,৯৯৯ টাকা। এখানে মাত্র ১০ জনের জায়গা আছে। সব থেকে কম মূল্যের টিকেট যেটা এখনও বিক্রি হয়নি সেটার মূল্য ৯,৪৬৯ টাকা। কনসার্টে গোল্ড, প্ল্যাটিনাম, স্টারস্ট্রাক, ইত্যাদি বিভাগে ভাগ করা হয়েছে টিকেটের দাম অনুযায়ী। এখন কলকাতায় একের পর এক কনসার্ট লেগেই আছে। সদ্যই দিলজিতের কনসার্ট হয়ে গেল। আজ ব্রায়ান অ্যাডামসের। এরপর সুনিধি চৌহান সহ একাধিক শিল্পীর কনসার্ট আছে শহরে।