ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছয় দশকেও নির্মাণ হয়নি সেতু, দুর্ভোগ চরমে

  • আপডেট সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা-মান্দারবন মধ্যস্থ গ্রামে অবস্থিত বাঁশের সাঁকো পারাপারে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত পরিবার। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা সত্ত্বেও গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় ৬০-৭০ বছর ধরেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ও অবহেলিত ওই এলাকার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার দমিয়া খালে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন দেওপাশা-মান্দারবন গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরেই গ্রামবাসী মিলে কোনোরকম একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছেন। বর্তমানে বাঁশের সাঁকোটি যাতায়াতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়েছে। আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পারাপারের পথই এটি। স্থানীয় নজরুল খান বলেন, ছোট একটি আয়রন ব্রিজ হলেই আমরা নিরাপদে চলাচল করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে। এ বিষয় পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) লতিফ হোসেন জানান, জনসাধারণের সুবিধার্থে অতিদ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছয় দশকেও নির্মাণ হয়নি সেতু, দুর্ভোগ চরমে

আপডেট সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা-মান্দারবন মধ্যস্থ গ্রামে অবস্থিত বাঁশের সাঁকো পারাপারে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত পরিবার। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা সত্ত্বেও গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় ৬০-৭০ বছর ধরেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ও অবহেলিত ওই এলাকার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার দমিয়া খালে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন দেওপাশা-মান্দারবন গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরেই গ্রামবাসী মিলে কোনোরকম একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছেন। বর্তমানে বাঁশের সাঁকোটি যাতায়াতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়েছে। আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পারাপারের পথই এটি। স্থানীয় নজরুল খান বলেন, ছোট একটি আয়রন ব্রিজ হলেই আমরা নিরাপদে চলাচল করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে। এ বিষয় পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) লতিফ হোসেন জানান, জনসাধারণের সুবিধার্থে অতিদ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।