ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ছবি দিলেই কয়েক সেকেন্ডে ভিডিও তৈরি করে দেবে ইউটিউব

  • আপডেট সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: ভিডিও তৈরিতে এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে বিরক্ত লাগছে? ইউটিউব শর্টস নিয়ে এলো নতুন এআই, যা দিয়ে ‘ইমেজ টু ভিডিও’ টুল ব্যবহার করা যাবে। যা মাত্র কয়েক সেকেন্ডে আপনার ছবিকে রূপ দেবে ছোট্ট একটি মুভিং ভিডিওতে। একদম সিনেমার মত!
এই ফিচার এমনভাবে কাজ করে যাতে আপনি ফোনের গ্যালারি থেকে একটি ছবি বেছে নিলে ইউটিউব সেই ছবির সাথে মিলিয়ে কিছু সৃজনশীল সাজেশন দেখাবে। এক ক্লিকে সেই ছবি হয়ে উঠবে ৬ সেকেন্ডের আকর্ষণীয় ভিডিও। যেন আপনার স্মৃতির ছবিগুলোর প্রাণ ফিরে পেয়েছে!

ধরা যাক, আপনি একটি ট্রাফিক সিগনালের ছবি তুলেছেন। নতুন এআই টুল সেই ছবিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মানুষটি নাচছে! শুধু দৃশ্য নয়, এতে থাকবে মৃদু জুম, গতিশীলতা, এমনকি পটভূমির পরিবর্তনও। সবকিছু অটো-ক্রিয়েটিভ উপায়ে। এই টুল অনেকটা গুগলের জেমিনি এবং মেটার এনিমেট টুলের মতো। তবে ইউটিউবের এই ফিচার আরো সহজ এবং শর্টস-বান্ধব। যা নতুন ক্রিয়েটরদের জন্য খুবই কার্যকর। শুধু ছবি থেকে ভিডিও নয়, ইউটিউব শর্টস এখন দিচ্ছে আরো মজার কিছু এআই ইফেক্ট। আপনি যদি ফোনে একটা সাদামাটা ডুডল আঁকেন, তাহলে এই টুল সেটিকে বানিয়ে দেবে শিল্পকর্মের মতো। কিংবা একটা সেলফি তুলে ফেলুন — এআই সেটিকে রূপান্তর করবে এমন ভিডিওতে, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা অন্য কারও সঙ্গে খাবার খাচ্ছেন!
এই ফিচারগুলো পাওয়া যাবে শার্টস ক্যামেরার ইফেক্ট > এআই অপশনে। এই নতুন টুলগুলো চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। শিগগিরই আরো দেশে আসবে বলে জানিয়েছে ইউটিউব। এছাড়া ইউটিউব চালু করেছে এআই প্লে গ্রাউন্ড। যেখানে থাকবে এআই দিয়ে ভিডিও বানানোর টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট ও টিপস। ইউটিউব জানিয়েছে, তাদের পরবর্তী জেনারেটিভ ভিডিও মডেল ভিওথ্রি। যা ভিডিওর পাশাপাশি অডিও-ও বানাতে পারবে, সেটা এ বছরের মধ্যেই শর্টসে যুক্ত হবে।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

ছবি দিলেই কয়েক সেকেন্ডে ভিডিও তৈরি করে দেবে ইউটিউব

আপডেট সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

প্রযুক্তি ডেস্ক: ভিডিও তৈরিতে এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে বিরক্ত লাগছে? ইউটিউব শর্টস নিয়ে এলো নতুন এআই, যা দিয়ে ‘ইমেজ টু ভিডিও’ টুল ব্যবহার করা যাবে। যা মাত্র কয়েক সেকেন্ডে আপনার ছবিকে রূপ দেবে ছোট্ট একটি মুভিং ভিডিওতে। একদম সিনেমার মত!
এই ফিচার এমনভাবে কাজ করে যাতে আপনি ফোনের গ্যালারি থেকে একটি ছবি বেছে নিলে ইউটিউব সেই ছবির সাথে মিলিয়ে কিছু সৃজনশীল সাজেশন দেখাবে। এক ক্লিকে সেই ছবি হয়ে উঠবে ৬ সেকেন্ডের আকর্ষণীয় ভিডিও। যেন আপনার স্মৃতির ছবিগুলোর প্রাণ ফিরে পেয়েছে!

ধরা যাক, আপনি একটি ট্রাফিক সিগনালের ছবি তুলেছেন। নতুন এআই টুল সেই ছবিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মানুষটি নাচছে! শুধু দৃশ্য নয়, এতে থাকবে মৃদু জুম, গতিশীলতা, এমনকি পটভূমির পরিবর্তনও। সবকিছু অটো-ক্রিয়েটিভ উপায়ে। এই টুল অনেকটা গুগলের জেমিনি এবং মেটার এনিমেট টুলের মতো। তবে ইউটিউবের এই ফিচার আরো সহজ এবং শর্টস-বান্ধব। যা নতুন ক্রিয়েটরদের জন্য খুবই কার্যকর। শুধু ছবি থেকে ভিডিও নয়, ইউটিউব শর্টস এখন দিচ্ছে আরো মজার কিছু এআই ইফেক্ট। আপনি যদি ফোনে একটা সাদামাটা ডুডল আঁকেন, তাহলে এই টুল সেটিকে বানিয়ে দেবে শিল্পকর্মের মতো। কিংবা একটা সেলফি তুলে ফেলুন — এআই সেটিকে রূপান্তর করবে এমন ভিডিওতে, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা অন্য কারও সঙ্গে খাবার খাচ্ছেন!
এই ফিচারগুলো পাওয়া যাবে শার্টস ক্যামেরার ইফেক্ট > এআই অপশনে। এই নতুন টুলগুলো চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। শিগগিরই আরো দেশে আসবে বলে জানিয়েছে ইউটিউব। এছাড়া ইউটিউব চালু করেছে এআই প্লে গ্রাউন্ড। যেখানে থাকবে এআই দিয়ে ভিডিও বানানোর টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট ও টিপস। ইউটিউব জানিয়েছে, তাদের পরবর্তী জেনারেটিভ ভিডিও মডেল ভিওথ্রি। যা ভিডিওর পাশাপাশি অডিও-ও বানাতে পারবে, সেটা এ বছরের মধ্যেই শর্টসে যুক্ত হবে।