ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার রাতে অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে ২৭ বছর পর পরাজয়ের স্বাদ সঙ্গী করে ফিরে আসলো ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদোদের এ ম্যাচে ৩-১ গোলের বড় পরাজয়ের তিক্ত স্বাদ দিলো অ্যাস্টন ভিলা। লজ্জাজনক পরাজয়ের এই ম্যাচেও নিষ্প্রাণ ছিল পর্তুগিজ তারকা রোনালদো। রোববার রাতে ভিলা পার্কে খেলতে নেমেই চাপের মুখে পড়ে যায় টেন হাগের শিষ্যরা। এর ফলে ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বসে ম্যানইউ। অ্যাস্টন ভিলার জ্যামাইকান ফরোওয়ার্ড লেওন বেইলির বাঁ পায়ের শট পরাস্ত করে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে। এই গোলের রেশ না কাটতেই ম্যাচের ১১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে রেড ডেভিলসরা। ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে ২-০ গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে ৪৫ মিনিটে লুক শ’র শট রামসির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। এতে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা। বিরতি থেকে ফিরে পুনরায় এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪৯ মিনিটে ডান পায়ের জোরালো শটে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে এগিয়ে নেন ইংলিশ তরুন মিডফিল্ডার জ্যাকব রামসি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় প্রায় ২৭ বছর পর নিজেদের মাঠে ম্যানইউকে ৩-১ গোলের পরাজয়ের স্বাদ দেয় অ্যাস্টন ভিলা। সর্বশেষ ১৯৯৫ সালে নিজেদের ঘরের মাঠে রেড ডেভিলসদের হারিয়েছিল ভিলা।