ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল শেষ গাজানফারের

  • আপডেট সময় : ০৪:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের জার্সিতে প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলার অপেক্ষায় ছিলেন এএম গাজানফার। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে তার সেই স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন এই রহস্য স্পিনার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার জানিয়েছে, পিঠের ছোটে ভুগছেন ১৮ বছর বয়সী গাজানফার। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আইপিএলের গত আসরে মুজিব উর রাহমানের বদলি হিসেবে গাজানফারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আসছে আসরের জন্য তাকে নিলাম থেকে দলে যোগ করে মুম্বাই ইন্ডিয়ান্স।

কিন্তু পিঠের চোটে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে পারবেন না তিনি। আগামী ২১ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত হওয়ার কথা আইপিএলের পরের আসর। এসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, গত ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরের সময় এই চোট পান গাজানফার। যদিও এরপর আইএলটি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেন তিনি। এমআই এমিরেটসের হয়ে তেমন কিছুই করতে পারেননি, উইকেট নেন কেবল একটি। ২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গাজানফার।

১১ ওয়ানডে খেলে ওভারপ্রতি চারের একটু বেশি রান দিয়ে ২১ উইকেট নেন তিনি। একটি টেস্ট খেলে তার শিকার ৪ উইকেট। গাজানফারের বদলি হিসেবে ২০ বছর বয়সী নানগেয়ালিয়া খারোটেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডেকেছে আফগানরা। এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলে ১১ ও ৬টি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আগামী ২১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ (সহ-অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, রাশিদ খান, ফারিদ আহমাদ, ফাজালহাক ফারুকি, নানগেয়ালিয়া খারোটে, নাভিদ জাদরান, নুর আহমাদ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল শেষ গাজানফারের

আপডেট সময় : ০৪:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের জার্সিতে প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলার অপেক্ষায় ছিলেন এএম গাজানফার। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে তার সেই স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন এই রহস্য স্পিনার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার জানিয়েছে, পিঠের ছোটে ভুগছেন ১৮ বছর বয়সী গাজানফার। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আইপিএলের গত আসরে মুজিব উর রাহমানের বদলি হিসেবে গাজানফারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আসছে আসরের জন্য তাকে নিলাম থেকে দলে যোগ করে মুম্বাই ইন্ডিয়ান্স।

কিন্তু পিঠের চোটে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে পারবেন না তিনি। আগামী ২১ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত হওয়ার কথা আইপিএলের পরের আসর। এসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, গত ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরের সময় এই চোট পান গাজানফার। যদিও এরপর আইএলটি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেন তিনি। এমআই এমিরেটসের হয়ে তেমন কিছুই করতে পারেননি, উইকেট নেন কেবল একটি। ২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গাজানফার।

১১ ওয়ানডে খেলে ওভারপ্রতি চারের একটু বেশি রান দিয়ে ২১ উইকেট নেন তিনি। একটি টেস্ট খেলে তার শিকার ৪ উইকেট। গাজানফারের বদলি হিসেবে ২০ বছর বয়সী নানগেয়ালিয়া খারোটেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডেকেছে আফগানরা। এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলে ১১ ও ৬টি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আগামী ২১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ (সহ-অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, রাশিদ খান, ফারিদ আহমাদ, ফাজালহাক ফারুকি, নানগেয়ালিয়া খারোটে, নাভিদ জাদরান, নুর আহমাদ।