ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা

  • আপডেট সময় : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা দলটাই যেন আস্ত একটা হাসপাতাল। বিগত কয়েকমাসে নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ে চলে গিয়েছেন মাঠের বাইরে। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য মাঠে নেই লুঙ্গি এনগিডি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিখ নরকিয়া। এবারে তাতে যোগ হলো নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারের নাম।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেলেন তারকা এই ব্যাটার। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও। তার এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

বর্তমানে তার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে ক্রিকেট সাউথআফ্রিকা (সিএসএ)। আশা করা হচ্ছে লুঙ্গি এনগিডি এবং মিলার দুজনকে নিয়েই পাকিস্তানের ফ্লাইট ধরতে পারবে টেম্বা বাভুমার দল। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেননি তিনি। এনগিডিও রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের কোচ ট্রেভর পেনি জানিয়েছেন, আগামী ম্যাচে আফ্রিকার পেসার দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার ম্যাচ রয়েছে পার্ল রয়্যালসের। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা

আপডেট সময় : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা দলটাই যেন আস্ত একটা হাসপাতাল। বিগত কয়েকমাসে নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ে চলে গিয়েছেন মাঠের বাইরে। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য মাঠে নেই লুঙ্গি এনগিডি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিখ নরকিয়া। এবারে তাতে যোগ হলো নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারের নাম।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেলেন তারকা এই ব্যাটার। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ বার চোট পেলেন মিলারও। তার এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

বর্তমানে তার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে ক্রিকেট সাউথআফ্রিকা (সিএসএ)। আশা করা হচ্ছে লুঙ্গি এনগিডি এবং মিলার দুজনকে নিয়েই পাকিস্তানের ফ্লাইট ধরতে পারবে টেম্বা বাভুমার দল। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেননি তিনি। এনগিডিও রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের কোচ ট্রেভর পেনি জানিয়েছেন, আগামী ম্যাচে আফ্রিকার পেসার দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার ম্যাচ রয়েছে পার্ল রয়্যালসের। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা।