ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর মাত্র ২৩ দিনের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। শোনা যাচ্ছে, মূল পর্বের লড়াইয়ের আগে ঘাম ঝরানো ম্যাচে মুখোমুখি হতে পারে নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মারা। দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি হবে দুবাইয়ে। একই ভেন্যুতে হতে পারে ওয়ার্ম-আপ ম্যাচ। গণমাধ্যমের খবরে আরও জানা যাচ্ছে, কোনো কারণে বাংলাদেশ ওই সময় অ্যাভেইলেবল না থাকলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া। সাধারণত যে কোনো আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে দলগুলো।
তবে হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাবে কিছু হচ্ছে না বলেই শোনা যাচ্ছিল। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে আয়োজক পাকিস্তান। অন্য দুটি দল হিসেবে থাকছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ভারতও নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই যা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। তবে বাংলাদেশের সেভাবে প্রস্তুতির সুযোগ থাকছে না। চলমান বিপিএলে খেলেই একদিনের টুর্নামেন্টের প্রস্তুতি সারতে হচ্ছে টাইগারদের। গত ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছে ক্যারিবীয়দের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটিই বাংলাদেশের শেষ প্রস্তুতি। অবশ্য গণমাধ্যমের খবর সত্যি হলে, চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগমুহূর্তে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যদিও ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে, তা জানানো হয়নি। এ ছাড়া সাধারণত একই গ্রুপে থাকা দুই দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় না। তেমন পরিস্থিতি এবারও হলে হয়তো বাংলাদেশের নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ মিসও হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋশাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।