ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাইকেল ক্লার্কের মতো স্মরণীয় বিদায় খুব কম ক্রিকেটারই হয়ত পেয়েছেন। নিজের শেষ ম্যাচটা খেলেছেন নিজ দেশে। সেটাও বিশ্বকাপের ফাইনালে। ছিলেন অধিনায়ক। ব্যাট হাতে খেলেছেন ৭৪ রানের ঝকঝকে ইনিংস। আর শেষে ঘরের মাঠে ক্লার্ক উঁচিয়ে ধরেছিলেন বিশ্বকাপের শিরোপা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক জিতেছিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও।
দরজায় যখন আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তখন অনেকের মতো সাবেক এই অজি অধিনায়কও বেছে নিয়েছেন নিজের পছন্দের দল। ফেভারিটের আসনে কে কিংবা কে হবেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান বা উইকেটের মালিক সেসব নিয়ে খোলামেলা কথা বলেছেন মাইকেল ক্লার্ক। নিজ দেশের ওপর এবারে যেন আস্থা কিছুটা কম ক্লার্কের। নিজের পছন্দের তালিকায় পুরো স্কোয়াড থেকে কেবল ট্রাভিস হেডের নামটাই উচ্চারণ করলেন তিনি। ক্লার্কের মতে, অজি এই ব্যাটারের এবারে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার আইপিএলের ফর্মটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দেখা যাবে এমন আশা ক্লার্কের। সাবেক এই অজি অধিনায়কের জন্য শিরোপার ফেভারিট ভারত। শুধু তাইই না, রোহিত শর্মা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন, এই ভবিষ্যদ্বাণীও করে রেখেছেন তিনি।
বিয়ন্ড ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘আমি বলছি, ভারত (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতবে। আমি তাদের অধিনায়ক রোহিতের পক্ষেই বাজি ধরব। সে আবারও ফর্মে ফিরে এসেছেন। আমি বলব রোহিত শর্মা—টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। তাকে আবার রান করতে দেখতে ভালোই লাগছে। আমি মনে করি, ভারতের অবশ্যই তাকে প্রয়োজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য রোহিতের রেকর্ডও দুর্দান্ত। ১০ ম্যাচে ভারতীয় অধিনায়ক ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন। যেখানে একটি সেঞ্চুরি এবং ৪টি অর্ধশতক রয়েছে তার নামের পাশে। সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন– এমন প্রশ্নে ক্লার্ক বেছে নিয়েছেন জফরা আর্চারের নাম, ‘আমি জফরা আর্চারের নাম নিতে চাই সর্বোচ্চ উইকেটের জন্য। আমি ইংল্যান্ডের অবস্থা জানি, আমি আশা করছি না তারা খুব ভালো কিছু করে দেখাবে। তবে আমার মনে হয় সে একজন মহাতারকা।’