ক্রীড়া ডেস্ক: জ্যাকব বেথেলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে যে শঙ্কা জেগেছিল, সেটাই সত্যি হয়েছে। বৈশ্বিক আসর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। তার বদলি হিসেবে টম ব্যান্টনকে দলে যোগ করেছে ইংলিশরা। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে ছিলেন বেথেল। গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ৫২ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরই তার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। তখনই ২১ বছর বয়সী বেথেলকে নিয়ে জাগে শঙ্কা। তিন ম্যাচ সিরিজের শেষ দুটিতে খেলতে পারেননি তিনি। এবার ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। বেথেলের চোটের কথা মাথায় রেখে তার কাভার হিসেবে ব্যান্টনকে ডেকে পাঠায় ইংল্যান্ড। বুধবারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের একাদশে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ম্যাচ দিয়ে চার বছর পর ওয়ানডে খেলছেন তিনি।
ব্যান্টন সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২০ সালের অগাস্টে। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬ ওয়ানডে খেলে এক ফিফটিতে ১৩৪ রান করেন তিনি। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ ম্যাচ খেলে তার রান দুই সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৬৫৮। সাদা বলের ক্রিকেটে ছন্দে থাকায় ব্যান্টনকে মূলত দলে ডেকেছে ইংল্যান্ড। সদ্য সমাপ্ত আইএলটি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়ান তিনি। এলিমিনেটর ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া এমআই এমিরেটসের হয়ে আসরে ১১ ইনিংসে করেন ৪৯৩ রান। সেঞ্চুরি দুটি, ফিফটি তিনটি, ব্যাটিং গড় ৫৪.৭৭ ও স্ট্রাইক রেট ১৫১.৬৯। এবার পেলেন থেমে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ার পুনর্জীবিত করার সুযোগ। আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স লিগ।
গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ আফগানিস্তান (২৬ ফেব্রুয়ারি) ও দক্ষিণ আফ্রিকার (১ মার্চ) বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রাশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।