ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ‘স্মিথ কিংবা হেড’

  • আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবারই দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের। কিন্তু কলম্বোর পথে সেই উড়ানে থাকছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অস্ট্রেলিয়ার কোচ নিশ্চিত করেছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে। চোটের কারণে অস্ট্রেলিয়ার গোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ। এখন যোগ হলো কামিন্সকে না পাওয়ার ধাক্কা। স্কোয়াডে থাকা পেসার জশ হেইজেলউডের সেরে ওঠা নিয়েও শঙ্কা আছে। সব মিলিয়ে বেশ টালমাটাল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতোই না। বোর্ডার-গাভাসকার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার পর তার অ্যাঙ্কেলের চোট প্রকাশ্য হয়েছে। সেই চোটের কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শঙ্কায় পড়ে গিয়েছিল আগেই। তার পরও তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল এই আশায় যে, হয়তো সেরে উঠবেন তবে এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড বললেন, সেই আশা এখন শেষ। “প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম।

যেটির মানে, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকলপনা নিয়ে দেশে প্যাট কামিন্সের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই এসেছে বিবেচনায়। নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।” “তাদের দুজনের নাম আসলে অবধারিতভাবেই আসার কথা। স্টিভ এখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যেই বেছে নেওয়া হবে।”

কামিন্সের জন্য হতাশা প্রকাশ করে হেইজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানালেন কোচ।
“প্যাটির (কামিন্স) খেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং তা খুবই হতাশাজনক। জশ হেইজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।” কামিন্স না থাকায় শন অ্যাবটের দলে ফেরার দুয়ার খুলে যেতে পারে। জশ হেইজেলউড না থাকলে সুযোগ পেতে পারেন স্পেন্সার জনসন। বাড়তি স্পিনার নিতে চাইলে তানভির স্যাঙ্ঘার নামও থাকতে পারে বিবেচনায়। শ্রীলঙ্কায় চলতি টেস্ট সিরিজে ডেভেলপমেন্ট ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। মার্শের জায়গায় বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার।

চোটের কারণে আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তো বিবেচনার বাইরে আছে অনেক দিন থেকেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ‘স্মিথ কিংবা হেড’

আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবারই দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের। কিন্তু কলম্বোর পথে সেই উড়ানে থাকছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অস্ট্রেলিয়ার কোচ নিশ্চিত করেছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে। চোটের কারণে অস্ট্রেলিয়ার গোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ। এখন যোগ হলো কামিন্সকে না পাওয়ার ধাক্কা। স্কোয়াডে থাকা পেসার জশ হেইজেলউডের সেরে ওঠা নিয়েও শঙ্কা আছে। সব মিলিয়ে বেশ টালমাটাল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতোই না। বোর্ডার-গাভাসকার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার পর তার অ্যাঙ্কেলের চোট প্রকাশ্য হয়েছে। সেই চোটের কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শঙ্কায় পড়ে গিয়েছিল আগেই। তার পরও তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল এই আশায় যে, হয়তো সেরে উঠবেন তবে এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড বললেন, সেই আশা এখন শেষ। “প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম।

যেটির মানে, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকলপনা নিয়ে দেশে প্যাট কামিন্সের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই এসেছে বিবেচনায়। নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।” “তাদের দুজনের নাম আসলে অবধারিতভাবেই আসার কথা। স্টিভ এখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যেই বেছে নেওয়া হবে।”

কামিন্সের জন্য হতাশা প্রকাশ করে হেইজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানালেন কোচ।
“প্যাটির (কামিন্স) খেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং তা খুবই হতাশাজনক। জশ হেইজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।” কামিন্স না থাকায় শন অ্যাবটের দলে ফেরার দুয়ার খুলে যেতে পারে। জশ হেইজেলউড না থাকলে সুযোগ পেতে পারেন স্পেন্সার জনসন। বাড়তি স্পিনার নিতে চাইলে তানভির স্যাঙ্ঘার নামও থাকতে পারে বিবেচনায়। শ্রীলঙ্কায় চলতি টেস্ট সিরিজে ডেভেলপমেন্ট ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। মার্শের জায়গায় বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার।

চোটের কারণে আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তো বিবেচনার বাইরে আছে অনেক দিন থেকেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।