ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফার্গুসনের, বদলি জেমিসন

  • আপডেট সময় : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: একদিন পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন দলটির ফাস্ট বোলার লকি ফার্গুসন। তার বদলে ডাকা হয়েছে কাইল জেমিসনকে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের দলেও ছিলেন না ফার্গুসন। তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলছিলেন তিনি। সেই আসরের মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ফাস্ট বোলার। তবে গত রোববার করাচিতে আফগানিস্তানের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সময় ফের চোট পান তিনি। যে চোটে ছিটকেই যেতে হলো তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে নিউজিল্যান্ডে পাঠানো হয়েছে ফার্গুসনকে। তার সুস্থ হতে কতদিন লাগবে, তা এখনো অজানা।

এমনকি তার আইপিএলে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস।
ফার্গুসন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে আরেক পেসার জেমিসনের। পিঠে চোট নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ১০ মাস কাটিয়েছেন সাইডলাইনে, বাকি ২ মাস ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। গত ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। ক্যান্টারবারি কিংসকে সুপার স্ম্যাশের ফাইনালে তোলার পথে নিয়েছিলেন ১৪ উইকেট, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। ফার্গুসনের আগে চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন আরেক কিউই পেসার বেন সিয়ার্স। তার বদলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিপক্ষে। আর ২ মার্চের ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়নস ট্রফি শেষ ফার্গুসনের, বদলি জেমিসন

আপডেট সময় : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: একদিন পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন দলটির ফাস্ট বোলার লকি ফার্গুসন। তার বদলে ডাকা হয়েছে কাইল জেমিসনকে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের দলেও ছিলেন না ফার্গুসন। তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলছিলেন তিনি। সেই আসরের মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ফাস্ট বোলার। তবে গত রোববার করাচিতে আফগানিস্তানের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সময় ফের চোট পান তিনি। যে চোটে ছিটকেই যেতে হলো তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে নিউজিল্যান্ডে পাঠানো হয়েছে ফার্গুসনকে। তার সুস্থ হতে কতদিন লাগবে, তা এখনো অজানা।

এমনকি তার আইপিএলে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস।
ফার্গুসন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে আরেক পেসার জেমিসনের। পিঠে চোট নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ১০ মাস কাটিয়েছেন সাইডলাইনে, বাকি ২ মাস ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। গত ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। ক্যান্টারবারি কিংসকে সুপার স্ম্যাশের ফাইনালে তোলার পথে নিয়েছিলেন ১৪ উইকেট, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। ফার্গুসনের আগে চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন আরেক কিউই পেসার বেন সিয়ার্স। তার বদলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিপক্ষে। আর ২ মার্চের ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।