ময়মনসিংহ সংবাদদাতা :ময়মনসিংহের ভালুকায় চোরের ছুরিকাঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক রুহুল আমিনকে (৩০) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাকিব সিকদার স্থানীয় হাউজুদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শফি উল্লাহ জানান, ভোররাতে সাকিবের একটি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। টের পেয়ে পেছন থেকে ধাওয়া করে সাকিবসহ কয়েকজন। এ সময় চোর রুহুল আমিন ছুরিকাঘাত করলে সাকিব রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

























