ক্রীড়া ডেস্ক: ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে আক্রমণভাগে শক্তি হারাল ফ্রান্স। অ্যাঙ্কেলের চোটে ছিটকে গেলেন ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার মার্কুস থুরাম। ফরাসি ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে চোটের জন্য ২৭ বছর বয়সী থুরামকে হারানোর কথা জানায়। মাসখানেক ধরে অ্যাঙ্কেলের চোট ভোগাচ্ছে থুরামকে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইন্টার।
সে সময়ই ফরাসি স্ট্রাইকার জানান তিনি শতভাগ ফিট নন, খেলে চলেছেন চোট নিয়ে। এরপরও দিদিয়ে দেশমের ২৪ সদস্যের দলে ডাক পেয়েছিলেন থুরাম। কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতেই হলো তাকে। আগামী বৃহস্পতিবার নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। পরে রোববার তাদের মাঠে হবে ফিরতি লেগ।