ক্রীড়া ডেস্ক: ব্রাজিল দল থেকে বাদ পড়ার এক সপ্তাহ পর নতুন তথ্য দিলেন নেইমার জুনিয়র। তার মতে, চোটের জন্য নয় বরং টেকনিক্যাল কারণে তাকে সামনের দুই ম্যাচের দলে রাখেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আনচেলত্তি। যেখানে জায়গা হয়নি নেইমারের। ফলে অপেক্ষা বেড়ে যায় তার জাতীয় দলে ফেরার। নেইমারকে বাইরে রাখার কারণ হিসেবে তখন চোটের কথা বলেছিলেন ব্রাজিল কোচ।
সংবাদ সম্মেলনে তখন নেইমারকে ফিট থাকার তাগিদও দিয়েছিলেন আনচেলত্তি।
“নেইমারের একটু সমস্যা হয়েছে। তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। কিন্তু দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে।”
তবে প্রায় এক সপ্তাহ পর এবার ভিন্ন দাবি করলেন নেইমার। তার মতে, বাদ পড়ার কারণ চোট সমস্যা নয়। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সান্তোসের হয়ে ফ্লুমিনেজের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলার পর এই কথা বলেছেন তিন।
“আমার পায়ের পেশিতে একটু ফোলা ছিল। যে কারণে অস্বস্তিতে ভুগছিলাম। তবে এটি গুরুতর কিছু নয়। আজকেও তো (ফ্লুমিনেজের বিপক্ষে) খেললাম। আর বাহিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে আমি এমনিও খেলতে পারতাম না। তাই তারা আমাকে স্কোয়াডের বাইরে রেখেছিল।”
পরে ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ নিজেই বলেন নেইমার।
“আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।”
২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিল দলের হয়ে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে।
গত মার্চে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, সান্তোসের হয়ে খেলার সময় চোট পাওয়ার আর কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হয়নি নেইমারের।
আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে প্রথম ব্রাজিল দল ঘোষণা করেন। তখন চোটমুক্ত ছিলেন নেইমার। কিন্তু ফিটনেস ঘাটতির কথা বলে তখনও তাকে নেননি বর্ষীয়ান কোচ।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওআ/আপ্র/০২/০৯/২০২৫