ক্রীড়া ডেস্ক : জুভেন্টাস-সাসসুয়েলো ম্যাচ, তেমন কোনো লড়াই নয়। কিন্তু এ ম্যাচের দিকে অনেকেই নজর রেখেছিলেন। দেখতে চেয়েছিলেন জুভেন্টাসের হয়ে আনহেল দি মারিয়ার সিরি ‘আ’ অভিষেকটা কেমন হয়। ম্যাচের ২৫ মিনিটেই আর্জেন্টিনার সমর্থকদের আনন্দে ভাসান দি মারিয়া। বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে নতুন ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন উইঙ্গার। কিন্তু আর্জেন্টাইনদের আনন্দ বিষাদে রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ৬৫ মিনিটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর দলটির সমর্থকদের বুকের ব্যথা বাড়িয়ে দিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন দি মারিয়া। অ্যাডাক্টর চোটের কারণে বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আর্জেন্টিনার সমর্থকেরা হয়তো শঙ্কায় আছেন, কাতার বিশ্বকাপে দি মারিয়ার খেলা নিয়ে। ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি দি মারিয়ার চোট নিয়ে কথা বলেছেন। তাঁর কথা শুনে অবশ্য আশার আলোই দেখতে পাওয়ার কথা আর্জেন্টিনার সমর্থকদের। অ্যালেগ্রি বলেছেন, ‘আমি উদ্বিগ্ন নই। ফুটবলে এমন ঘটনা তো ঘটেই।এক সপ্তাহ আগেও তার অ্যাডাক্টরে সমস্যা হয়েছিল।’ অ্যালেগ্রি এরপর একটা বিষয় নিয়ে একটু আফসোসও করলেন, ‘ দল ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমি হয়তো তাকে তুলে নিতে পারতাম। কিন্তু সে মাঠে খেলাটা উপভোগ করছিল।’ আর্জেন্টিনার কোচ আর সমর্থকদের কাছে এখন বড় প্রশ্ন—দি মারিয়া কবে মাঠে ফিরতে পারবেন? জুভেন্টাসের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ইতালির ক্লাবটির চিকিৎসকেরা জানিয়েছেন, ১০ দিন পর আবার আর্জেন্টাইন উইঙ্গারের চোটের অবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। সবকিছু যদি ঠিকঠাক থাকে, ৩৪ বছর বয়সী পিএসজির সাবেক তারকা সিরি ‘আ’তে দুটি ম্যাচের বেশি মিস করার কথা নয়। তিনি হয়তো ৩১ আগস্ট স্পেৎসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারবেন। আর্জেন্টিনার কোচ স্কালোনি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন অক্টোবরের শুরুর দিকে।