ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

চোটে ছিটকে গেলেন বেনজেমা

  • আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরুর দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ২৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, বেনজেমার চোট ‘গুরুতর’ কিছু নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে পরদিন ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, পরীক্ষায় ফরাসি তারকার ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়েছে। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে রিয়ালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, আগামী ২ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না বেনজেমা। এই সময়ে লা লিগায় রিয়ালের ম্যাচ আছে মায়োর্কা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলবে লাইপজিগের বিপক্ষে। ম্যাচগুলোতে বেনজেমাকে পাওয়ার সম্ভাবনা সামান্যই।
বেনজেমার চোট ফ্রান্সের জন্যও বড় ধাক্কা। এই মাসের শেষ দিকে নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচ আছে বিশ্ব চ্যাম্পিয়নদের। রিয়ালের হয়ে গত মৌসুমটা স্বপ্নের মতো কাটান বেনজেমা। দলটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে সম্প্রতি তিনি জেতেন উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই মৌসুমে চোটে পড়ার আগে ক্লাবের হয়ে ছয় ম্যাচে বেনজেমা করেন ৪ গোল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

চোটে ছিটকে গেলেন বেনজেমা

আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরুর দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ২৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, বেনজেমার চোট ‘গুরুতর’ কিছু নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে পরদিন ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, পরীক্ষায় ফরাসি তারকার ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়েছে। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে রিয়ালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, আগামী ২ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না বেনজেমা। এই সময়ে লা লিগায় রিয়ালের ম্যাচ আছে মায়োর্কা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলবে লাইপজিগের বিপক্ষে। ম্যাচগুলোতে বেনজেমাকে পাওয়ার সম্ভাবনা সামান্যই।
বেনজেমার চোট ফ্রান্সের জন্যও বড় ধাক্কা। এই মাসের শেষ দিকে নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচ আছে বিশ্ব চ্যাম্পিয়নদের। রিয়ালের হয়ে গত মৌসুমটা স্বপ্নের মতো কাটান বেনজেমা। দলটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে সম্প্রতি তিনি জেতেন উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই মৌসুমে চোটে পড়ার আগে ক্লাবের হয়ে ছয় ম্যাচে বেনজেমা করেন ৪ গোল।