ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

চোটের জন্য র‌্যাশফোর্ডকে হারাল ইংল্যান্ড

  • আপডেট সময় : ১২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে চোটের থাবা ইংলিশ শিবিরে। ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মার্কাস র‌্যাশফোর্ড। আসছে দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে পাচ্ছে না ইংল্যান্ড। ইতালি ও ইউক্রেইনের বিপক্ষে র‌্যাশফোর্ডকে না পাওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফুলহ্যামের বিপক্ষে গত রোববার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান র‌্যাশফোর্ড। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি তিনি, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে। গত বিশ্বকাপে তিনটি গোল করা র‌্যাশফোর্ড এই মৌসুমে আছেন ভালো ফর্মে। ক্লাব ও দেশের হয়ে গোল করেছেন ৩০টি। চোটের কারণে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্টও। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার। কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড আগামী ২৪ মার্চ খেলবে ইতালির বিপক্ষে। তাদের পরের ম্যাচ আগামী ২৭ মার্চ, প্রতিপক্ষ ইউক্রেইন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চোটের জন্য র‌্যাশফোর্ডকে হারাল ইংল্যান্ড

আপডেট সময় : ১২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে চোটের থাবা ইংলিশ শিবিরে। ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মার্কাস র‌্যাশফোর্ড। আসছে দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে পাচ্ছে না ইংল্যান্ড। ইতালি ও ইউক্রেইনের বিপক্ষে র‌্যাশফোর্ডকে না পাওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফুলহ্যামের বিপক্ষে গত রোববার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান র‌্যাশফোর্ড। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি তিনি, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে। গত বিশ্বকাপে তিনটি গোল করা র‌্যাশফোর্ড এই মৌসুমে আছেন ভালো ফর্মে। ক্লাব ও দেশের হয়ে গোল করেছেন ৩০টি। চোটের কারণে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্টও। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার। কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড আগামী ২৪ মার্চ খেলবে ইতালির বিপক্ষে। তাদের পরের ম্যাচ আগামী ২৭ মার্চ, প্রতিপক্ষ ইউক্রেইন।