ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

চোখে মলম লাগিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে উধাও

  • আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় চোখে মলম লাগিয়ে মোজাম্মেল (৩৫) নামে এক একাউন্টস অফিসারের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভুক্তভোগী মোজাম্মেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি ধানমন্ডি এলাকায় থাকেন। অচেতন ব্যক্তিকে নিয়ে আসা সহকর্মী মো. ফারুক হোসেন জানান, পল্টনের চায়না টাউনে এমএক্স কার লিমিটেড নামে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। ওই প্রতিষ্ঠানের একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন মোজাম্মেল। আজ পল্টনে একটি ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা উঠিয়ে অফিসে আসার পথে মলম পার্টির সদস্যরা তার চোখে মলম লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইদিন আরেকটি প্রতারণার ঘটনা ঘটেছে রাজধানীর সদরঘাটে। সেখানেও মলম পার্টির খপ্পরে পড়েন জাহিদুল ইসলাম(৩৮) নামে আরেক ব্যক্তি। মামলায় হাজিরা দিতে তিনি ঝিনাইদহ থেকে ঢাকায় এসেছিলেন। পাকস্থলী ওয়াশ করে তাকেও ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে প্রতারক চক্র তার কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়ে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান ও সদরঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুইজন। তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোখে মলম লাগিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে উধাও

আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় চোখে মলম লাগিয়ে মোজাম্মেল (৩৫) নামে এক একাউন্টস অফিসারের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভুক্তভোগী মোজাম্মেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি ধানমন্ডি এলাকায় থাকেন। অচেতন ব্যক্তিকে নিয়ে আসা সহকর্মী মো. ফারুক হোসেন জানান, পল্টনের চায়না টাউনে এমএক্স কার লিমিটেড নামে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। ওই প্রতিষ্ঠানের একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন মোজাম্মেল। আজ পল্টনে একটি ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা উঠিয়ে অফিসে আসার পথে মলম পার্টির সদস্যরা তার চোখে মলম লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইদিন আরেকটি প্রতারণার ঘটনা ঘটেছে রাজধানীর সদরঘাটে। সেখানেও মলম পার্টির খপ্পরে পড়েন জাহিদুল ইসলাম(৩৮) নামে আরেক ব্যক্তি। মামলায় হাজিরা দিতে তিনি ঝিনাইদহ থেকে ঢাকায় এসেছিলেন। পাকস্থলী ওয়াশ করে তাকেও ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে প্রতারক চক্র তার কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়ে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান ও সদরঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুইজন। তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।