ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চোখের সামনে আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে: ট্রাম্প

  • আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চোখের সামনে আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করে ট্রাম্প বলেন, দেশকে ধ্বংস করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।
স্থানীয় সময় ২৬ জুন রাতে ওহাইওতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এদিন প্রথমবারের মতো তিনি কোনো নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা করেন। ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের প্রাইমারিতে রক্ষণশীল প্রার্থী ম্যাক্স মিলারের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প।
দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মধ্যপন্থী রিপাবলিকান অ্যান্থনি গঞ্জালেজ। ওহাইও অঙ্গরাজ্যের ১৬তম নির্বাচনী জেলা থেকে গঞ্জালেজ পুনর্র্নিবাচনে দাঁড়িয়ে রক্ষণশীলদের কঠিন বিরোধিতায় পড়েছেন।
ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন গঞ্জালেজ। এখন তিনি ট্রাম্পের তোপের মুখে পড়েছেন। গঞ্জালেজকে দেশবিরোধীদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি তাঁর বক্তৃতায় বলেন, গঞ্জালেজ একজন নামে রিপাবলিকান।
গঞ্জালেজ নাম নিয়েও ট্রাম্প তাঁর বক্তব্যে বিদ্রূপ করেছেন। তিনি বলেন, গঞ্জালেজ রিপাবলিকানদের প্রতিনিধি হতে পারেন না।
ট্রাম্পবিরোধী প্রতিনিধি পরিষদের আরেক সদস্য লিজ চেনি। তাঁর নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, গঞ্জালেজ হলেন চেনির প্রতিনিধি। ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকানদের প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা গঞ্জালেজের নেই।
গত পাঁচ মাসে আমেরিকা ধ্বংস হয়ে যাওয়ার কথিত ফিরিস্তি ট্রাম্প তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকাজুড়ে অপরাধ বেড়ে গেছে। পুলিশ বিভাগকে প্রায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমেরিকার সীমান্ত দিয়ে নথিপত্রহীন অভিবাসীদের প্রবাহ এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
ট্রাম্প বলেন, নথিপত্রহীন অভিবাসীদের কারণে মাদকে আমেরিকা ছেয়ে গেছে। খুনি আর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে আমেরিকা। অথচ কিছুদিন আগেও সব ঠিকঠাক ছিল।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে প্রতিনিধি পরিষদ ও সিনেট দখল করতে হবে। আমেরিকাকে বিপর্যয় থেকে রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, রক্ষণশীল ভাবনার খাঁটি প্রার্থী ম্যাক্স মিলারের মতো প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব।
ট্রাম্পের বক্তৃতা চলার সময় তাঁর শত শত সমর্থক ‘ফোর মোর ইয়ার্স’ (আরও চার বছর) বলে স্লোগান দিতে থাকেন। ট্রাম্প বলেন, করোনা মহামারিকে ব্যবহার করে তাঁকে গত প্রেসিডেন্ট নির্বাচনে হারানো হয়েছে।
গত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে আবার দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, এখন এটা পরিষ্কার হয়ে উঠেছে যে কোভিড-১৯ মহামারিকে নির্বাচনে জালিয়াতির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের বিদেশনীতিতেও বিপর্যয় নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বনেতৃত্বের কাছে বাইডেন আত্মসমর্পণ করেছেন। বিষয়টিকে আমেরিকার জন্য বিব্রতকর বলে অভিহিত করেন তিনি।
ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের যা করার দরকার, আমরা তা করে যাচ্ছি।’
আগামী বছর কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ট্রাম্প তাঁর চলমান প্রয়াস অব্যাহত রাখবেন বলে সমাবেশে ঘোষণা দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চোখের সামনে আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে: ট্রাম্প

আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চোখের সামনে আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করে ট্রাম্প বলেন, দেশকে ধ্বংস করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।
স্থানীয় সময় ২৬ জুন রাতে ওহাইওতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এদিন প্রথমবারের মতো তিনি কোনো নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা করেন। ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের প্রাইমারিতে রক্ষণশীল প্রার্থী ম্যাক্স মিলারের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প।
দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মধ্যপন্থী রিপাবলিকান অ্যান্থনি গঞ্জালেজ। ওহাইও অঙ্গরাজ্যের ১৬তম নির্বাচনী জেলা থেকে গঞ্জালেজ পুনর্র্নিবাচনে দাঁড়িয়ে রক্ষণশীলদের কঠিন বিরোধিতায় পড়েছেন।
ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন গঞ্জালেজ। এখন তিনি ট্রাম্পের তোপের মুখে পড়েছেন। গঞ্জালেজকে দেশবিরোধীদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি তাঁর বক্তৃতায় বলেন, গঞ্জালেজ একজন নামে রিপাবলিকান।
গঞ্জালেজ নাম নিয়েও ট্রাম্প তাঁর বক্তব্যে বিদ্রূপ করেছেন। তিনি বলেন, গঞ্জালেজ রিপাবলিকানদের প্রতিনিধি হতে পারেন না।
ট্রাম্পবিরোধী প্রতিনিধি পরিষদের আরেক সদস্য লিজ চেনি। তাঁর নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, গঞ্জালেজ হলেন চেনির প্রতিনিধি। ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকানদের প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা গঞ্জালেজের নেই।
গত পাঁচ মাসে আমেরিকা ধ্বংস হয়ে যাওয়ার কথিত ফিরিস্তি ট্রাম্প তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকাজুড়ে অপরাধ বেড়ে গেছে। পুলিশ বিভাগকে প্রায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমেরিকার সীমান্ত দিয়ে নথিপত্রহীন অভিবাসীদের প্রবাহ এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
ট্রাম্প বলেন, নথিপত্রহীন অভিবাসীদের কারণে মাদকে আমেরিকা ছেয়ে গেছে। খুনি আর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে আমেরিকা। অথচ কিছুদিন আগেও সব ঠিকঠাক ছিল।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে প্রতিনিধি পরিষদ ও সিনেট দখল করতে হবে। আমেরিকাকে বিপর্যয় থেকে রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, রক্ষণশীল ভাবনার খাঁটি প্রার্থী ম্যাক্স মিলারের মতো প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব।
ট্রাম্পের বক্তৃতা চলার সময় তাঁর শত শত সমর্থক ‘ফোর মোর ইয়ার্স’ (আরও চার বছর) বলে স্লোগান দিতে থাকেন। ট্রাম্প বলেন, করোনা মহামারিকে ব্যবহার করে তাঁকে গত প্রেসিডেন্ট নির্বাচনে হারানো হয়েছে।
গত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে আবার দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, এখন এটা পরিষ্কার হয়ে উঠেছে যে কোভিড-১৯ মহামারিকে নির্বাচনে জালিয়াতির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের বিদেশনীতিতেও বিপর্যয় নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বনেতৃত্বের কাছে বাইডেন আত্মসমর্পণ করেছেন। বিষয়টিকে আমেরিকার জন্য বিব্রতকর বলে অভিহিত করেন তিনি।
ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের যা করার দরকার, আমরা তা করে যাচ্ছি।’
আগামী বছর কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ট্রাম্প তাঁর চলমান প্রয়াস অব্যাহত রাখবেন বলে সমাবেশে ঘোষণা দেন।