ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চেলসির বিরুদ্ধে ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ

  • আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত শুরু করেছে চেলসি। প্রথম তিন ম্যাচে সাত পয়েন্ট কুড়িয়ে ইতিবাচক সুরে এগোচ্ছে এনজো মারেস্কার দল। তবে মাঠের বাইরের ঝড় এবার অস্বস্তিতে ফেলেছে লন্ডনের এই ক্লাবকে।

বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এজেন্টদের অর্থপ্রদানের ক্ষেত্রে মোট ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে চেলসির বিরুদ্ধে।

অভিযোগের তালিকায় রয়েছে এজেন্ট, মধ্যস্থতাকারী ও খেলোয়াড়দের তৃতীয় পক্ষীয় বিনিয়োগের বিষয়গুলো।

তবে এই অভিযোগ মারেস্কার দায়িত্ব নেওয়ার অনেক আগের। তাই এ নিয়ে সরাসরি মন্তব্য না করে চেলসি বস বলেন, ‘আমি জানি ক্লাব পুরো প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসী। ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই।

সত্যি বলতে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি শুধু মাঠে মনোযোগ দিতে চাই—যেটা আমার নিয়ন্ত্রণে আছে। বাকিটা আমার হাতে নয়।’
চেলসির জন্য সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, ট্রান্সফার নিষেধাজ্ঞা কিংবা পয়েন্ট কাটা।

তবে ক্লাব যেভাবে এফএ-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করছে, তাতে খেলাধুলা-সংক্রান্ত শাস্তির মুখে পড়ার আশঙ্কা নেই বলেই মনে করছে স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা।

ওআ/আপ্র/১০/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চেলসির বিরুদ্ধে ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত শুরু করেছে চেলসি। প্রথম তিন ম্যাচে সাত পয়েন্ট কুড়িয়ে ইতিবাচক সুরে এগোচ্ছে এনজো মারেস্কার দল। তবে মাঠের বাইরের ঝড় এবার অস্বস্তিতে ফেলেছে লন্ডনের এই ক্লাবকে।

বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এজেন্টদের অর্থপ্রদানের ক্ষেত্রে মোট ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে চেলসির বিরুদ্ধে।

অভিযোগের তালিকায় রয়েছে এজেন্ট, মধ্যস্থতাকারী ও খেলোয়াড়দের তৃতীয় পক্ষীয় বিনিয়োগের বিষয়গুলো।

তবে এই অভিযোগ মারেস্কার দায়িত্ব নেওয়ার অনেক আগের। তাই এ নিয়ে সরাসরি মন্তব্য না করে চেলসি বস বলেন, ‘আমি জানি ক্লাব পুরো প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসী। ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই।

সত্যি বলতে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি শুধু মাঠে মনোযোগ দিতে চাই—যেটা আমার নিয়ন্ত্রণে আছে। বাকিটা আমার হাতে নয়।’
চেলসির জন্য সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, ট্রান্সফার নিষেধাজ্ঞা কিংবা পয়েন্ট কাটা।

তবে ক্লাব যেভাবে এফএ-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করছে, তাতে খেলাধুলা-সংক্রান্ত শাস্তির মুখে পড়ার আশঙ্কা নেই বলেই মনে করছে স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা।

ওআ/আপ্র/১০/০৯/২০২৫