ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

চেলসিকে উড়িয়ে ইউরোপ সেরা বার্সার মেয়েরা

  • আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রথম ৩৬ মিনিটেই প্রতিপক্ষের জালে ৪ গোল! এরপর আর পেছনে তাকাতে হয়নি। চেলসিকে উড়িয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিল বার্সেলোনা। গুটেনবার্গে রোববার রাতে একপেশে ফাইনালে ৪-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। এর আগে একবারই ফাইনালে খেলেছিল বার্সেলোনা। ২০১৯ সালে টুর্নামেন্টের সফলতম দল লিওঁয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল তারা। চেলসি এবারই প্রথম খেলল ফাইনালে। স্পেনের প্রথম দল হিসেবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। প্রথম মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাবটি। আত্মঘাতী গোল করে বসেন চেলসির জার্মান মিডফিল্ডার মেলানি লিওপোলজ। চতুর্দশ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজিয়া পুতেয়াস। ইয়াননি হারমোসোকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। ২০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। প্রথমার্ধের নিষ্প্রভ ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ভালোই খেলে চেলসি। কিন্তু বার্সেলোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ছেলেদের লা লিগার শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার দিনে মেয়েরা এনে দিল ইউরোপ সেরার ট্রফি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চেলসিকে উড়িয়ে ইউরোপ সেরা বার্সার মেয়েরা

আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : প্রথম ৩৬ মিনিটেই প্রতিপক্ষের জালে ৪ গোল! এরপর আর পেছনে তাকাতে হয়নি। চেলসিকে উড়িয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিল বার্সেলোনা। গুটেনবার্গে রোববার রাতে একপেশে ফাইনালে ৪-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। এর আগে একবারই ফাইনালে খেলেছিল বার্সেলোনা। ২০১৯ সালে টুর্নামেন্টের সফলতম দল লিওঁয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল তারা। চেলসি এবারই প্রথম খেলল ফাইনালে। স্পেনের প্রথম দল হিসেবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। প্রথম মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাবটি। আত্মঘাতী গোল করে বসেন চেলসির জার্মান মিডফিল্ডার মেলানি লিওপোলজ। চতুর্দশ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজিয়া পুতেয়াস। ইয়াননি হারমোসোকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। ২০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। প্রথমার্ধের নিষ্প্রভ ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ভালোই খেলে চেলসি। কিন্তু বার্সেলোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ছেলেদের লা লিগার শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার দিনে মেয়েরা এনে দিল ইউরোপ সেরার ট্রফি।