ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চুয়েট ইনকিউবেটরে ‘উদ্যোক্তা তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময় : ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের বিশ্ববিদ্যাল পর্যায়ে সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে ‘নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তাকরণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত রোববার ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান।
এসময় ইকনোমিক রিসার্চ গ্রুপের প্রতিনিধি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম শহরও চুয়েটের বিভিন্ন স্টার্টআপ কোম্পানির প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আজকের দিনটা চুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আজকে থেকে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্মিত প্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের কার্যক্রম শুরু হয়েছে। আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে আইসিটি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছেও আমি কৃতজ্ঞ। আমরা আশা করবো আজকের প্রশিক্ষণ থেকে তরুণ উদ্যোক্তারা নতুন-নতুন ইনোভেশন ও স্টার্টআপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দেশকে বিশ্ব দরবারের অনন্য মাত্রায় নিয়ে যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

চুয়েট ইনকিউবেটরে ‘উদ্যোক্তা তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের বিশ্ববিদ্যাল পর্যায়ে সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে ‘নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তাকরণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত রোববার ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান।
এসময় ইকনোমিক রিসার্চ গ্রুপের প্রতিনিধি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম শহরও চুয়েটের বিভিন্ন স্টার্টআপ কোম্পানির প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আজকের দিনটা চুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আজকে থেকে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্মিত প্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের কার্যক্রম শুরু হয়েছে। আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে আইসিটি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছেও আমি কৃতজ্ঞ। আমরা আশা করবো আজকের প্রশিক্ষণ থেকে তরুণ উদ্যোক্তারা নতুন-নতুন ইনোভেশন ও স্টার্টআপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দেশকে বিশ্ব দরবারের অনন্য মাত্রায় নিয়ে যাবে।