ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

চুরির দায়ে কাঠগড়ায় ফেসবুক!

  • আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। ফটো একটি ফটো শেয়ারিং অ্যাপ ‘চযযযড়ঃড়’ অভিযোগ করেছে ইনস্টাগ্রামের জন্য তাদের থেকে একটি ফিচার হুবহু কপি করেছে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছে ফটো অ্যাপটি।
‘চযযযড়ঃড়’ অ্যাপের দাবি তাদের ফিচার নকল করে আরও অত্যাধুনিক হতে চাইছে ইনস্টাগ্রাম। যা সুস্থ প্রতিযোগিতার পরিপন্থী। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রতিযোগিতার তাগিদে একাধিকবার অন্যকে নকল করেছে তারা বলেই অভিযোগ তোলা হয়েছে। এবার সেই তালিকায় নায় সংযোজন চযযযড়ঃড় অ্যাপ। এবার প্রশ্ন হল ঠিক কোন অ্যাপটি নকল করা হয়েছে ইনস্টাগ্রামে?
জানা গিয়েছে, চযযযড়ঃড় অ্যাপের মাধ্যমে পয়েন্ট অ্যান্ড শুট বার্স্টে একসঙ্গে পাঁচটি ফ্রেম একবারে তৈরি করা যায়। যা জিআইএফ ভিডিওর মতো শেয়ার করতে পারেন ইউজাররা। সেই ফিচারটিই ইনস্টাগ্রামেও খুঁজে পাওয়া গিয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের বুমেরাং ফিচারটি অনেকটা এরকমই। এই ফিচারটি যে ফেসবুকের মস্তিষ্কপ্রসূত নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
২০১৪ সালে আত্মপ্রকাশ করেছিল চযযযড়ঃড় অ্যাপ। তবে প্রতিযোগিতার বাজারে তা বেশিদিন টিকে থাকতে পারেনি। ২০১৭ সালে বন্ধ হয়ে যায় অ্যাপটি। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, অ্যাপটির ফিচারগুলো জানার জন্য খোদ ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ এটি ডাউনলোডও করেছিলেন। তাই ফিচার চুরির অভিযোগ তুলে ফেসবুকের থেকে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে এই চুরির অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ফেসবুক। যা বর্তমানে পরিচিত মেটা নামে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

চুরির দায়ে কাঠগড়ায় ফেসবুক!

আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। ফটো একটি ফটো শেয়ারিং অ্যাপ ‘চযযযড়ঃড়’ অভিযোগ করেছে ইনস্টাগ্রামের জন্য তাদের থেকে একটি ফিচার হুবহু কপি করেছে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছে ফটো অ্যাপটি।
‘চযযযড়ঃড়’ অ্যাপের দাবি তাদের ফিচার নকল করে আরও অত্যাধুনিক হতে চাইছে ইনস্টাগ্রাম। যা সুস্থ প্রতিযোগিতার পরিপন্থী। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রতিযোগিতার তাগিদে একাধিকবার অন্যকে নকল করেছে তারা বলেই অভিযোগ তোলা হয়েছে। এবার সেই তালিকায় নায় সংযোজন চযযযড়ঃড় অ্যাপ। এবার প্রশ্ন হল ঠিক কোন অ্যাপটি নকল করা হয়েছে ইনস্টাগ্রামে?
জানা গিয়েছে, চযযযড়ঃড় অ্যাপের মাধ্যমে পয়েন্ট অ্যান্ড শুট বার্স্টে একসঙ্গে পাঁচটি ফ্রেম একবারে তৈরি করা যায়। যা জিআইএফ ভিডিওর মতো শেয়ার করতে পারেন ইউজাররা। সেই ফিচারটিই ইনস্টাগ্রামেও খুঁজে পাওয়া গিয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের বুমেরাং ফিচারটি অনেকটা এরকমই। এই ফিচারটি যে ফেসবুকের মস্তিষ্কপ্রসূত নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
২০১৪ সালে আত্মপ্রকাশ করেছিল চযযযড়ঃড় অ্যাপ। তবে প্রতিযোগিতার বাজারে তা বেশিদিন টিকে থাকতে পারেনি। ২০১৭ সালে বন্ধ হয়ে যায় অ্যাপটি। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, অ্যাপটির ফিচারগুলো জানার জন্য খোদ ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ এটি ডাউনলোডও করেছিলেন। তাই ফিচার চুরির অভিযোগ তুলে ফেসবুকের থেকে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে এই চুরির অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ফেসবুক। যা বর্তমানে পরিচিত মেটা নামে।