আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে টয়লেটের সরঞ্জাম চুরির অভিযোগে এক দলিত ব্যক্তিকে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মুখে কালিও মাখিয়ে দেওয়া হয় ওই দলিত ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাহরাইচ এলাকায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার স্থানীয় বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্রা ও তার দুই সহযোগী রাজেশ কুমারকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। জেলার হারদি এলাকার একটি বাড়ি থেকে টয়লেট সিট চুরির অভিযোগে এমন নির্যাতন। পরে সেই নির্যাতনের ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত একটি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, ৩০ বছর বয়সী রাজেশ কুমারকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। সবশেষ তার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। পুলিশ বলছে, মিশ্রা পালিয়েছেন, তবে তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মামলা নেওয়া হয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি
জনপ্রিয় সংবাদ