ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

  • আপডেট সময় : ০৯:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ- ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি। নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন? তার মনোয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য। তিনি আরও অভিযোগ করেন, চুন্নু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন। জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত হওয়া দরকার। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়রি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

আপডেট সময় : ০৯:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ- ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি। নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন? তার মনোয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য। তিনি আরও অভিযোগ করেন, চুন্নু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন। জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত হওয়া দরকার। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়রি।