ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চুইংগাম চিবিয়ে ৮০০ ডলার আয়

  • আপডেট সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : চুইংগাম চিবানো ও সেটি ফুলিয়ে বাবল বানানো অনেকেই ভীষণ অপছন্দ করেন। কিন্তু এ কাজের জন্য যদি অর্থ আয় হয়, তাহলে নিশ্চয়ই খারাপ হবে না। এমন কা- ঘটিয়েছেন জার্মানির এক নারী। চুইংগাম চিবিয়ে, সেটি থেকে বাবল বানানোর একের পর এক ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে অর্থ উপার্জন করে যাচ্ছেন তিনি। তা–ও যেনতেন পরিমাণে নয়, মাসে সাড়ে ৮০০ মার্কিন ডলারের বেশি। জার্মান ওই নারীর নাম জুলিয়া ফোরাট। বয়স ৩০ বছর। ভারতের গণমাধ্যম টাইমস নাউর প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি বাবল ফোলাতে জুলিয়া ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন। নিজের মাথার চেয়ে বড় আকারের বাবল ফোলান তিনি। অর্থ উপার্জনের এই বুদ্ধি এক বন্ধুর কাছ থেকে পান জুলিয়া। তিনি জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল, এটা হাস্যকর। কিন্তু তাঁর ভিডিওগুলো দ্রুত জনপ্রিয়তা পায়। মানুষ অর্থ ব্যয় করে তাঁর ভিডিওগুলো দেখেন। এতে উৎসাহ পেয়ে একের পর এক ভিডিও অনলাইনে আপলোড করেন তিনি। ভিডিও বানাতে প্রতি মাসে জুলিয়া মাত্র ছয় মার্কিন ডলারের চুইংগাম কেনেন। অথচ মাস শেষে আয় হয় সাড়ে ৮০০ ডলারের বেশি। জুলিয়া বলেন, অনলাইনে ছাড়কৃত মূল্যে চুইংগাম কেনেন তিনি। বড় আকারের একেকটি বাবল ফোলাতে তিনি ১০ থেকে ১৫টি চুইংগাম ব্যবহার করেন। আর বিশালাকারের বাবলের জন্য দরকার হয় ৩০টির বেশি চুইংগাম। স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি রয়েছে জুলিয়ার। পাশাপাশি বিপণনেও ডিগ্রি নিয়েছেন তিনি। তাই চুইংগাম চিবিয়ে ও তা থেকে বাবল ফোলানোর ভিডিও বানানো তাঁর আয়ের মূল উৎস নয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মূলত মজা করার জন্য তিনি বিচিত্র এ কাজ শুরু করেছিলেন। পরে বাড়তি আয়ের জন্য ভিডিও করেন এবং তা আপলোড করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’

চুইংগাম চিবিয়ে ৮০০ ডলার আয়

আপডেট সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : চুইংগাম চিবানো ও সেটি ফুলিয়ে বাবল বানানো অনেকেই ভীষণ অপছন্দ করেন। কিন্তু এ কাজের জন্য যদি অর্থ আয় হয়, তাহলে নিশ্চয়ই খারাপ হবে না। এমন কা- ঘটিয়েছেন জার্মানির এক নারী। চুইংগাম চিবিয়ে, সেটি থেকে বাবল বানানোর একের পর এক ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে অর্থ উপার্জন করে যাচ্ছেন তিনি। তা–ও যেনতেন পরিমাণে নয়, মাসে সাড়ে ৮০০ মার্কিন ডলারের বেশি। জার্মান ওই নারীর নাম জুলিয়া ফোরাট। বয়স ৩০ বছর। ভারতের গণমাধ্যম টাইমস নাউর প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি বাবল ফোলাতে জুলিয়া ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন। নিজের মাথার চেয়ে বড় আকারের বাবল ফোলান তিনি। অর্থ উপার্জনের এই বুদ্ধি এক বন্ধুর কাছ থেকে পান জুলিয়া। তিনি জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল, এটা হাস্যকর। কিন্তু তাঁর ভিডিওগুলো দ্রুত জনপ্রিয়তা পায়। মানুষ অর্থ ব্যয় করে তাঁর ভিডিওগুলো দেখেন। এতে উৎসাহ পেয়ে একের পর এক ভিডিও অনলাইনে আপলোড করেন তিনি। ভিডিও বানাতে প্রতি মাসে জুলিয়া মাত্র ছয় মার্কিন ডলারের চুইংগাম কেনেন। অথচ মাস শেষে আয় হয় সাড়ে ৮০০ ডলারের বেশি। জুলিয়া বলেন, অনলাইনে ছাড়কৃত মূল্যে চুইংগাম কেনেন তিনি। বড় আকারের একেকটি বাবল ফোলাতে তিনি ১০ থেকে ১৫টি চুইংগাম ব্যবহার করেন। আর বিশালাকারের বাবলের জন্য দরকার হয় ৩০টির বেশি চুইংগাম। স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি রয়েছে জুলিয়ার। পাশাপাশি বিপণনেও ডিগ্রি নিয়েছেন তিনি। তাই চুইংগাম চিবিয়ে ও তা থেকে বাবল ফোলানোর ভিডিও বানানো তাঁর আয়ের মূল উৎস নয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মূলত মজা করার জন্য তিনি বিচিত্র এ কাজ শুরু করেছিলেন। পরে বাড়তি আয়ের জন্য ভিডিও করেন এবং তা আপলোড করেন।