আঃ জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পুলিশের মামলার অগ্রগতি সম্পর্কে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকালে এক গণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিচারক, পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সিভিল সার্জন, বিআরটিএ, টিআই সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু (এ-সার্কেল), জেলা বারের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, সিভিল সার্জন ডা: মো. রফিকুজ্জামান, বিআরটিএ’র সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শফিকুল আলম সরকার প্রমুখ। প্রধান অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান গণসভায় পুলিশ কর্তৃক মামলার অগ্রগতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনাসহ আলোচনা করেন। এবং মামলা দ্রুত নিষ্পতির বিষয় তুলে ধরেন।
রিয়াজ/সানা/আপ্র/১০/০১/২০২৬
পুলিশের মামলার অগ্রগতি
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গণসভা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















