ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

চীন সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

  • আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত বুধবার (১০ জুলাই) বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে জানাতে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
গতকাল শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স রবিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এর আগে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে গত সোমবার (৮ জুলাই) বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) অসুস্থতাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ১০ জুলাই দেশে ফেরেন তিনি। চীনে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চীন সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত বুধবার (১০ জুলাই) বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে জানাতে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
গতকাল শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স রবিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এর আগে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে গত সোমবার (৮ জুলাই) বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) অসুস্থতাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ১০ জুলাই দেশে ফেরেন তিনি। চীনে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।