বাণিজ্য ডেস্ক : মার্কিন–চীন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন ছাড়ার হিড়িক পড়েছে পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোর। তারা এখন ভিয়েতনাম, ভারত, ফিলিপাইনের মতো দেশের দিকে ঝুঁকছে। এবার চীন থেকে পাততাড়ি গোটাচ্ছে সিটিগ্রুপ। ভোক্তা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন বিনিয়োগ ব্যাংকটির এই সিদ্ধান্তের কারণে প্রায় ১ হাজার ২০০ কর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে। যদিও এসব কর্মীকে বিকল্প সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি। তবে সিটি গ্রুপের এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। ২০২১ সালের এপ্রিল মাসে তারা যে বৈশ্বিক ব্যবসা পুনর্গঠন কৌশল হাতে নিয়েছে, তার অংশ হিসেবেই চীন ভোক্তা বা খুচরা ব্যাংকিং বন্ধ করে দিতে যাচ্ছে সিটি। খবর রয়টার্স। একটি বিবৃতিতে সিটিগ্রুপ জানিয়েছে, চীনে ভোক্তা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার কারণে যেসব কর্মীর চাকরি যাবে, তাঁদের চীনের অন্যান্য ব্যাংকিং কিংবা বৈশ্বিক কার্যক্রমে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সিটির ভোক্তা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার কারণে সে দেশে সংস্থাটির আমানত, বীমা, বন্ধক, বিনিয়োগ, ঋণ ও কার্ড কার্যক্রমে প্রভাব পড়বে।