আন্তর্জাতিক ডেস্ক : চীনে এক কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে আরও ১৬ শিশু। গত বুধবার দণি-পশ্চিমাঞ্চল গুয়ানচিতে এ ঘটনা ঘটে। চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
গত বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় বেলিয়ু শহরে ওই হামলায় দুই শিশু গুরুতর আহত হয় বলে শুরুতে জানিয়েছিল সিনহুয়া। পরে তাদের মৃত্যুর খবর দেয় সংবাদমাধ্যমটি। আহত ১৬ শিশুকে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে শহর কর্তৃপ। এদিকে হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানায়নি তারা। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি সিনহুয়ার খবরে।
চীনে স্কুলে ছুরি নিয়ে হামলা, নিহত ২ শিশু
ট্যাগস :
চীনে স্কুলে ছুরি নিয়ে হামলা
জনপ্রিয় সংবাদ