আন্তর্জাতিক ডেস্ক : এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চীনের গুয়াংঝু প্রদেশের জিনচ্যাং শহরে ৯ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ভোর ৫টার দিকে দেশটির গুয়াংঝু প্রদেশের জিনচ্যাং শহরে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের কর্মীরা রেল লাইনে সংস্কার কাজ চালানোর সময় ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজের পাশাপাশি ঘটনাস্থলে চিকিৎসা ও জরুরি সেবার ব্যবস্থা করা হয়েছে। তবে সংস্কার কাজ চলার সময় ট্রেন চলে আসার বিষয়ে কর্তৃপক্ষের সচেতনতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
চীনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ৯ রেলওয়ে কর্মী নিহত
ট্যাগস :
চীনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
জনপ্রিয় সংবাদ