ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ অ-১৭ দল শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলবে। এর আগে চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশের অ-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে হারিয়েছে।

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আগামীকাল ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অ-১৭ দল। গ্রুপ পর্বে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’

আজ সেমিফাইনালে ১৩ মিনিটে রনি চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা।

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ অ-১৭ দল শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলবে। এর আগে চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশের অ-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে হারিয়েছে।

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আগামীকাল ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অ-১৭ দল। গ্রুপ পর্বে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’

আজ সেমিফাইনালে ১৩ মিনিটে রনি চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা।

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫