আন্তর্জাতিক ডেস্ক : করোনা-বিধি লঙ্ঘন করায় চীনের দক্ষিণাঞ্চলের এক শহরে চার ব্যক্তিকে জনসম্মুখে রাস্তায় ঘুরিয়ে শাস্তি দিয়েছে দেশটির সশস্ত্র দাঙ্গা পুলিশ। গতকাল বুধবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে করোনা বিধি লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার এই খবর জানানো হয়েছে।
পুলিশের এমন শাস্তির পর দেশটির সরকারের করোনা মোকাবিলায় কঠোর কৌশল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের কয়েক দশকের আন্দোলনের পর ২০১০ সালে সন্দেহভাজন অপরাধীদের এভাবে প্রকাশ্যে শাস্তি নিষিদ্ধ করে চীন। মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার বর্তমানে জিরো-কোভিড নীতি নিয়েছে। যে কারণে দেশটিতে এক সময় নিষিদ্ধ ঘোষিত শাস্তি আবারও প্রয়োগ করতে দেখা যাচ্ছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গুয়াংশি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন চার ব্যক্তিকে মাস্ক, হাজমত স্যুটস পরিয়ে প্ল্যাকার্ড হাতে গুয়াংশি অঞ্চলের জিংশি শহরে ব্যাপক জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে ঘোরানো হয়েছে। এ সময় ওই চার ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডে তাদের ছবি এবং নাম লেখা ছিল।
ছবিতে দেখা যায়, সন্দেহভাজন প্রত্যেক ব্যক্তিকে দু’পাশ থেকে দু’জন পুলিশ কর্মকর্তা ধরে আছেন; যারা ফেস শিল্ড, মাস্ক এবং হাজমত স্যুটস পরে ছিলেন। এ সময় ওই চার ব্যক্তিকে চারদিক থেকে ঘিরে ছিল একদল দাঙ্গা পুলিশ।
গুয়াংশি নিউজ বলছে, করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকলেও ওই চার ব্যক্তি অবৈধ উপায়ে চীনে অভিবাসীদের পরিবহন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। ভিয়েতনামের সঙ্গে চীনের জিংশি শহরের সীমান্ত রয়েছে।
চীনে করোনা-বিধি লঙ্ঘন করায় রাস্তায় ঘুরিয়ে শাস্তি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ