ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১২

  • আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক:  চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চার তলা ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তবে মাত্র ৪০ মিনিটের চেষ্টায় রাত ১০টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আগুনের ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ভবনটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ বর্গফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে ৮ জনকে মৃত এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েক ঘণ্টা পর তাদের মৃত্যু হয়। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গুয়াংডং প্রদেশের পাশেই হংকংয়ে গত মাসে এক আবাসিক এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডে ১৬০ জন নিহত হয়েছিলেন।

ওআ/আপ্র/১০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১২

আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক:  চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চার তলা ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তবে মাত্র ৪০ মিনিটের চেষ্টায় রাত ১০টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আগুনের ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ভবনটির মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ বর্গফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে ৮ জনকে মৃত এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েক ঘণ্টা পর তাদের মৃত্যু হয়। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গুয়াংডং প্রদেশের পাশেই হংকংয়ে গত মাসে এক আবাসিক এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডে ১৬০ জন নিহত হয়েছিলেন।

ওআ/আপ্র/১০/১২/২০২৫