ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

চীনে অনলাইন ‘ইনফ্লুয়েন্সারের’ জরিমানা মাত্র ২১ কোটি ডলার

  • আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : এক শীর্ষ লাইভ স্ট্রিমারকে ১৩৪ কোটি ইউয়ান বা ২১ কোটি ডলার জরিমানা করেছে চীন। তার বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকির।
ইন্টারনেট সেলিব্রিটি ‘ভিয়া’ নামে পরিচিত হুয়াং ওয়েইয়ের কোটি কোটি অনুসারী রয়েছে। নিজের প্ল্যাটফর্মে তিনি তিনি বিভিন্ন পণ্য বিক্রি করেন। তার বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ব্যক্তিগত আয়ের পাশাপাশি অন্যান্য আর্থিক বিষয় আড়াল করার অভিযোগ তুলেছে হাংঝৌ কর্তৃপক্ষ। অভিযোগ ওঠার পরপরই ওয়েইবো অ্যাকাউন্টে এক পোস্টে তিনি “গভীর দুঃখ” প্রকাশ করেছেন।
“কর কর্তৃপক্ষ যে শাস্তি দিয়েছে তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি।” – ওই পোস্টে বলেন তিনি। ৩৬ বছর বয়সী এই তরুণী এখন চীনের শীর্ষ ইন্টারনেট সেলিব্রিটি। বলা হচ্ছে, অনলাইন কেনাকাটার জোয়ারে নতুন ঢেউ তুলেছেন তিনি। নিজ দেশে “লাইভ স্ট্রিমিং কুইন” নামে পরিচিত ভিয়া অনলাইন শপিং টাওবাও প্ল্যাটফর্মে নুডলস থেকে শুরু করে বাণিজ্যিক রকেট উৎক্ষেপক পর্যন্ত সবকিছু বিক্রি করেছেন। টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম ছিল।
গত সোমবার সন্ধ্যায় ভিয়ার স্ট্রিমিং অ্যাকাউন্ট অফলাইনে যাওয়ার আগে তার একটি প্রসাধনী বিষয়ক অনুষ্ঠান আয়োজনের কথা ছিল বলে জানিয়েছে রয়টার্স।
জনপ্রিয়তার উল্টো শ্রোতে এখন ভিয়া : ভিয়া চীনের অন্যতম জনপ্রিয় প্রভাবশালী ভ্লগার। কর ফাঁকির কারণে বিশাল জরিমানার বিষয়টি এখন তার বিপক্ষেই কাজ করছে। ঘটনার পরপরই চীনের টুইটার নামে পরিচিত সিনা ওয়েইবোতে অন্যতম শীর্ষ হ্যাশট্যাগ হয়ে দাঁড়ায় #ঠরুধঈড়সঢ়ষবঃবষুইষড়পশবফঙহষরহব। তার ওয়েইবো একাউন্টে প্রায় পৌনে দুই কোটি অনুসারী ছিল, যেটি এখন আর নেই। একাধিক সংবাদমাধ্যম বলছে চীনের ইবে নামে পরিচিত তাওবাও শপিং প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্টও স্থগিত রয়েছে এখন। দেশটির গ্লোবাল টাইমস পত্রিকা বলছে, তার শাস্তি “অন্যদের জন্য সতর্কবার্তা” হিসেবে কাজ করবে। চীন বিশ্বের বৃহত্তম লাইভ স্ট্রিমিং দেশ। সেখানে ৪০ কোটিরও বেশি ভ্লগার বা ভিডিও ব্লগার রয়েছে। গত মাসেই দেশটি অনলাইন ইনফ্লুয়েন্সারদের অনলাইনে শেয়ার বাজার নিয়ে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং ৮৮ জন সেলিব্রিটিকে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়বস্তুর কারণে সতর্ক করা হয়েছে। ভিয়ার পাশাপাশি আরও দুই উল্লেখযোগ্য লাইভ স্ট্রিমার ঝু চেনহুই এবং লিন শানশানকে এক কোটি দুই লাখ এবং ৪৩ লাখ ডলার জরিমানা করার সঙ্গে সঙ্গে তাদের ওয়েইবো অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে ভবনের অংশ ধসে পুরান ঢাকায় ৩ পথচারীর মৃত্যু

চীনে অনলাইন ‘ইনফ্লুয়েন্সারের’ জরিমানা মাত্র ২১ কোটি ডলার

আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : এক শীর্ষ লাইভ স্ট্রিমারকে ১৩৪ কোটি ইউয়ান বা ২১ কোটি ডলার জরিমানা করেছে চীন। তার বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকির।
ইন্টারনেট সেলিব্রিটি ‘ভিয়া’ নামে পরিচিত হুয়াং ওয়েইয়ের কোটি কোটি অনুসারী রয়েছে। নিজের প্ল্যাটফর্মে তিনি তিনি বিভিন্ন পণ্য বিক্রি করেন। তার বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ব্যক্তিগত আয়ের পাশাপাশি অন্যান্য আর্থিক বিষয় আড়াল করার অভিযোগ তুলেছে হাংঝৌ কর্তৃপক্ষ। অভিযোগ ওঠার পরপরই ওয়েইবো অ্যাকাউন্টে এক পোস্টে তিনি “গভীর দুঃখ” প্রকাশ করেছেন।
“কর কর্তৃপক্ষ যে শাস্তি দিয়েছে তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি।” – ওই পোস্টে বলেন তিনি। ৩৬ বছর বয়সী এই তরুণী এখন চীনের শীর্ষ ইন্টারনেট সেলিব্রিটি। বলা হচ্ছে, অনলাইন কেনাকাটার জোয়ারে নতুন ঢেউ তুলেছেন তিনি। নিজ দেশে “লাইভ স্ট্রিমিং কুইন” নামে পরিচিত ভিয়া অনলাইন শপিং টাওবাও প্ল্যাটফর্মে নুডলস থেকে শুরু করে বাণিজ্যিক রকেট উৎক্ষেপক পর্যন্ত সবকিছু বিক্রি করেছেন। টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম ছিল।
গত সোমবার সন্ধ্যায় ভিয়ার স্ট্রিমিং অ্যাকাউন্ট অফলাইনে যাওয়ার আগে তার একটি প্রসাধনী বিষয়ক অনুষ্ঠান আয়োজনের কথা ছিল বলে জানিয়েছে রয়টার্স।
জনপ্রিয়তার উল্টো শ্রোতে এখন ভিয়া : ভিয়া চীনের অন্যতম জনপ্রিয় প্রভাবশালী ভ্লগার। কর ফাঁকির কারণে বিশাল জরিমানার বিষয়টি এখন তার বিপক্ষেই কাজ করছে। ঘটনার পরপরই চীনের টুইটার নামে পরিচিত সিনা ওয়েইবোতে অন্যতম শীর্ষ হ্যাশট্যাগ হয়ে দাঁড়ায় #ঠরুধঈড়সঢ়ষবঃবষুইষড়পশবফঙহষরহব। তার ওয়েইবো একাউন্টে প্রায় পৌনে দুই কোটি অনুসারী ছিল, যেটি এখন আর নেই। একাধিক সংবাদমাধ্যম বলছে চীনের ইবে নামে পরিচিত তাওবাও শপিং প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্টও স্থগিত রয়েছে এখন। দেশটির গ্লোবাল টাইমস পত্রিকা বলছে, তার শাস্তি “অন্যদের জন্য সতর্কবার্তা” হিসেবে কাজ করবে। চীন বিশ্বের বৃহত্তম লাইভ স্ট্রিমিং দেশ। সেখানে ৪০ কোটিরও বেশি ভ্লগার বা ভিডিও ব্লগার রয়েছে। গত মাসেই দেশটি অনলাইন ইনফ্লুয়েন্সারদের অনলাইনে শেয়ার বাজার নিয়ে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং ৮৮ জন সেলিব্রিটিকে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়বস্তুর কারণে সতর্ক করা হয়েছে। ভিয়ার পাশাপাশি আরও দুই উল্লেখযোগ্য লাইভ স্ট্রিমার ঝু চেনহুই এবং লিন শানশানকে এক কোটি দুই লাখ এবং ৪৩ লাখ ডলার জরিমানা করার সঙ্গে সঙ্গে তাদের ওয়েইবো অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে।