ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে: তাইওয়ানের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুমকি প্রতিদিন বাড়লেও গণতন্ত্রের সংগ্রামে সম্মুখ সারিতে রয়েছে তাইওয়ান, এমন মন্তব্য করেছেন সেখানকার প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। তাইওয়ানে মার্কিন সেনা প্রশিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করেন তিনি।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তাসাই ইন-ওয়েন বলেন তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে চীন সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বাড়লে দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। তাসাই ইন-ওয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বিস্তৃত সহযোগিতা রয়েছে এর লক্ষ্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।’
গত মঙ্গলবার সম্প্রচারিত ধারণ করা ওই সাক্ষাৎকারে তাসাই ইন-ওয়েন জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনও কর্তৃত্ববাদী শাসক যখন সম্প্রসারণবাদী প্রবণতা দেখায় তখন গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।’
তাসাই বলেন, চীনের কমিউনিস্ট পার্টির উচিত তারা বিশ্বের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা নির্ধারণ করা। তিনি বলেন, ‘শি (জিনপিং) কি এই অঞ্চল বা বিশ্বের সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় নাকি তিনি একটি প্রভাব বিস্তারকারী ভূমিকা চান যেখানে সবাই তার কথা শুনবে, চীনের কথা শুনবে?’
২০১৬ সালে প্রথম ক্ষমতায় আসেন তাসাই ইন-ওয়েন। ২০২০ সালে পুনর্র্নিবাচিত হন তিনি। চীনের সঙ্গে আরও যোগাযোগে আগ্রহ প্রকাশ করেন তিনি। এতে ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে: তাইওয়ানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুমকি প্রতিদিন বাড়লেও গণতন্ত্রের সংগ্রামে সম্মুখ সারিতে রয়েছে তাইওয়ান, এমন মন্তব্য করেছেন সেখানকার প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। তাইওয়ানে মার্কিন সেনা প্রশিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করেন তিনি।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তাসাই ইন-ওয়েন বলেন তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে চীন সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বাড়লে দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। তাসাই ইন-ওয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বিস্তৃত সহযোগিতা রয়েছে এর লক্ষ্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।’
গত মঙ্গলবার সম্প্রচারিত ধারণ করা ওই সাক্ষাৎকারে তাসাই ইন-ওয়েন জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনও কর্তৃত্ববাদী শাসক যখন সম্প্রসারণবাদী প্রবণতা দেখায় তখন গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।’
তাসাই বলেন, চীনের কমিউনিস্ট পার্টির উচিত তারা বিশ্বের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা নির্ধারণ করা। তিনি বলেন, ‘শি (জিনপিং) কি এই অঞ্চল বা বিশ্বের সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় নাকি তিনি একটি প্রভাব বিস্তারকারী ভূমিকা চান যেখানে সবাই তার কথা শুনবে, চীনের কথা শুনবে?’
২০১৬ সালে প্রথম ক্ষমতায় আসেন তাসাই ইন-ওয়েন। ২০২০ সালে পুনর্র্নিবাচিত হন তিনি। চীনের সঙ্গে আরও যোগাযোগে আগ্রহ প্রকাশ করেন তিনি। এতে ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করেন তিনি।