ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

চীনের হাসপাতালগুলো দৃশ্যত ভরে যাচ্ছে: ডব্লিউএইচও

  • আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যে চীনের হাসপাতালগুলো দৃশ্যত রোগীতে ভরে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির স্বাস্থ্যগত জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেন, চীনের কর্মকর্তারা করোনায় আক্রান্তের সংখ্যা ‘তুলনামূলক কম’ বললেও নিবিড় পরিচর্যা ইউনিটগুলো (আইসিইউ) ব্যস্ত রয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চীন প্রকাশিত ডেটা অনুযায়ী, বুধবার করোনায় কারও মৃত্যু হয়নি। যদিও রোগটির প্রকৃত বিস্তার নিয়ে সংশয় রয়ে গেছে। করোনা সংক্রমণ বাড়ায় সম্প্রতি বেইজিংসহ অনেক শহরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২০২০ সাল থেকে জিরো কোভিড পলিসির অংশ হিসেবে কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন, তবে কড়াকড়ির বিরুদ্ধে কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভের পর দুই সপ্তাহ আগে বিধিনিষেধ শিথিল করে বেইজিং। কড়াকড়ি থেকে সরে আসার পর চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাতে বিশেষভাবে ঝুঁকিতে থাকা বৃদ্ধদের মৃত্যুহার বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ বাড়লেও চীনের সরকারি ডেটা অনুযায়ী, করোনায় সোমবার দুজন এবং মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে ডব্লিউএইচওর কর্মকর্তা মাইকেল রায়ান ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশদ তথ্য দিতে চীনকে তাগিদ দেন। তিনি বলেন, ‘চীনে আইসিইউগুলোতে তুলনামূলক কম রোগী থাকার খবর বেরিয়েছে, তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আইসিইউগুলো ভরে যাচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের হাসপাতালগুলো দৃশ্যত ভরে যাচ্ছে: ডব্লিউএইচও

আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যে চীনের হাসপাতালগুলো দৃশ্যত রোগীতে ভরে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির স্বাস্থ্যগত জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেন, চীনের কর্মকর্তারা করোনায় আক্রান্তের সংখ্যা ‘তুলনামূলক কম’ বললেও নিবিড় পরিচর্যা ইউনিটগুলো (আইসিইউ) ব্যস্ত রয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চীন প্রকাশিত ডেটা অনুযায়ী, বুধবার করোনায় কারও মৃত্যু হয়নি। যদিও রোগটির প্রকৃত বিস্তার নিয়ে সংশয় রয়ে গেছে। করোনা সংক্রমণ বাড়ায় সম্প্রতি বেইজিংসহ অনেক শহরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২০২০ সাল থেকে জিরো কোভিড পলিসির অংশ হিসেবে কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন, তবে কড়াকড়ির বিরুদ্ধে কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভের পর দুই সপ্তাহ আগে বিধিনিষেধ শিথিল করে বেইজিং। কড়াকড়ি থেকে সরে আসার পর চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাতে বিশেষভাবে ঝুঁকিতে থাকা বৃদ্ধদের মৃত্যুহার বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ বাড়লেও চীনের সরকারি ডেটা অনুযায়ী, করোনায় সোমবার দুজন এবং মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে ডব্লিউএইচওর কর্মকর্তা মাইকেল রায়ান ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশদ তথ্য দিতে চীনকে তাগিদ দেন। তিনি বলেন, ‘চীনে আইসিইউগুলোতে তুলনামূলক কম রোগী থাকার খবর বেরিয়েছে, তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আইসিইউগুলো ভরে যাচ্ছে।’