আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। এর অংশ হিসেবে সোমবার ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গত ১ মার্চের পর থেকে এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। বেইজিং জানিয়েছে, ইউক্রেনের অনুরোধে এই ফোন কলের ব্যবস্থা করা হয়েছে। ফোনালাপে ইউক্রেনে হামলা বন্ধ করতে মস্কোর ওপর বেইজিংয়ের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সংঘাত অবসানে আলোচনার তাগিদ দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।