প্রত্যাশা ডেস্ক : চীনের অভিজাত পারমাণবিক অস্ত্রাগার পরিচালনা বাহিনীতে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল মঙ্গলবার (০১ আগস্ট) এই সেনা ইউনিটের দুই নেতাকে বদল করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি শুদ্ধি অভিযান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাও ও তার ডেপুটি কয়েক মাস ধরে নিখোঁজ। তাই সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এক দশকের মধ্যে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, এটি ছিল চীনের সর্বশেষ শুদ্ধিকরণ। চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলে পরিবর্তন আনছে। মরিস আরও বলেছেন, পিএলএ-তে নিজের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছেন শি। কিন্তু তা একেবারে শেষ হয়ে যায়নি। কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি এখনও বাহিনীর দুর্নীতি নিয়ে চিন্তিত। নিরঙ্কুশ আনুগত্য এখনও অর্জিত হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। চীনের শীর্ষ সামরিক কমান্ডা কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হলেন শি জিনপিং।
ৃ