ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

চীনা চিপ ব্যবহারের পরিকল্পনা ঝেড়ে ফেলল অ্যাপল

  • আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : চীনের ‘ইয়াংজি মেমোরি টেকনোলজিস কোম্পানি (ওয়াইএমটিসি)’র তৈরি মেমোরি চিপ নিজস্ব পণ্যে ব্যবহারের পরিকল্পনা বাদ করে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার জাপান ভিত্তিক সংবাদপত্র নিক্কেই’র প্রতিবেদনে উঠে আসে, রপ্তানি খাতে চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর ওয়াশিংটনের কঠোর নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের মূল পরিকল্পনা ছিল, এই বছর থেকে রাষ্ট্রীয় অর্থায়নে চলা কোম্পানি ওয়াইএমটিসি’র ‘ন্যান্ড’ ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহার শুরু করা। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে নিক্কেই। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে কেবল চীনের বাজারে বিক্রি করা আইফোনে এই চিপ ব্যবহারের পরিকল্পনা ছিল অ্যাপলের। নিক্কেই বলছে, ওয়াইএমটিসি’র কাছ থেকে ধীরে ধীরে সকল আইফোন চিপের ৪০ শতাংশ কেনার পরিকল্পনা ছিল কোম্পানিটির। মার্কিন কর্মকর্তারা পরিদর্শন করতে পারছে না চীনের এমন শীর্ষ ৩০টি কোম্পানিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে একটি তালিকায় যোগ করেছে। মেমোরি চিপ নির্মাতা ‘ওয়াইএমটিসি’ রয়েছে ওই তালিকায়। রয়টার্স বলছে, এর ফলে বেইজিংয়ের সঙ্গে দেশটির উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি, ৬০ দিনের সময় বেঁধে দেওয়ায় আরও কঠোর পদক্ষেপও আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় থাকা চীনের টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ে’র কাছে চিপ বিক্রি করে ওয়াইএমটিসি ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হয়েছে কি না, এ নিয়ে তদন্ত করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। মার্কিন সরঞ্জামসহ বিশ্বের যে কোনও জায়গায় তৈরি নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চীনে বন্ধ করে বেইজিংয়ের প্রযুক্তিগত ও সামরিক অগ্রগতির রাশ টেনে ধরা হচ্ছে বাইডেন প্রশাসনের এই নিয়ন্ত্রণের কারণ। এই প্রসঙ্গে রয়টার্স অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। এদিকে, কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওয়াইএমটিসি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

চীনা চিপ ব্যবহারের পরিকল্পনা ঝেড়ে ফেলল অ্যাপল

আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : চীনের ‘ইয়াংজি মেমোরি টেকনোলজিস কোম্পানি (ওয়াইএমটিসি)’র তৈরি মেমোরি চিপ নিজস্ব পণ্যে ব্যবহারের পরিকল্পনা বাদ করে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার জাপান ভিত্তিক সংবাদপত্র নিক্কেই’র প্রতিবেদনে উঠে আসে, রপ্তানি খাতে চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর ওয়াশিংটনের কঠোর নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের মূল পরিকল্পনা ছিল, এই বছর থেকে রাষ্ট্রীয় অর্থায়নে চলা কোম্পানি ওয়াইএমটিসি’র ‘ন্যান্ড’ ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহার শুরু করা। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে নিক্কেই। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে কেবল চীনের বাজারে বিক্রি করা আইফোনে এই চিপ ব্যবহারের পরিকল্পনা ছিল অ্যাপলের। নিক্কেই বলছে, ওয়াইএমটিসি’র কাছ থেকে ধীরে ধীরে সকল আইফোন চিপের ৪০ শতাংশ কেনার পরিকল্পনা ছিল কোম্পানিটির। মার্কিন কর্মকর্তারা পরিদর্শন করতে পারছে না চীনের এমন শীর্ষ ৩০টি কোম্পানিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে একটি তালিকায় যোগ করেছে। মেমোরি চিপ নির্মাতা ‘ওয়াইএমটিসি’ রয়েছে ওই তালিকায়। রয়টার্স বলছে, এর ফলে বেইজিংয়ের সঙ্গে দেশটির উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি, ৬০ দিনের সময় বেঁধে দেওয়ায় আরও কঠোর পদক্ষেপও আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় থাকা চীনের টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ে’র কাছে চিপ বিক্রি করে ওয়াইএমটিসি ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হয়েছে কি না, এ নিয়ে তদন্ত করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। মার্কিন সরঞ্জামসহ বিশ্বের যে কোনও জায়গায় তৈরি নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চীনে বন্ধ করে বেইজিংয়ের প্রযুক্তিগত ও সামরিক অগ্রগতির রাশ টেনে ধরা হচ্ছে বাইডেন প্রশাসনের এই নিয়ন্ত্রণের কারণ। এই প্রসঙ্গে রয়টার্স অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। এদিকে, কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওয়াইএমটিসি।