ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

চীনজুড়ে চলছে বসন্ত উৎসব ও নববর্ষ বরণ

  • আপডেট সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : নানাবিধ আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীনজুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজধানী বেইজিং, শাংহাই, দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং, পূর্ব চীনের ফুচিয়ান, চ্যচিয়াং, উত্তরের হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন এবং দক্ষিণের ইয়ুননানসহ সারা দেশে নেচে গেয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। এ সব জায়গায় অন্য আয়োজনের পাশাপাশি সিংহনৃত্য, ড্রাগননৃত্য এবং সর্পাকৃতির নৃত্য পরিবেশন হচ্ছে। প্রতি বছর দেশটির চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই উদযাপিত হয় এ উৎসব। প্রথা অনুযায়ী, চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের ১২টি প্রাণী নির্ধারিত থাকে। আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছরই একটি করে প্রাণীর নামানুসারে চান্দ্র-নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপন করা হয়। এ বছরকে ধরা হয়েছে সর্পবর্ষ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চীনজুড়ে চলছে বসন্ত উৎসব ও নববর্ষ বরণ

আপডেট সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : নানাবিধ আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীনজুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজধানী বেইজিং, শাংহাই, দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং, পূর্ব চীনের ফুচিয়ান, চ্যচিয়াং, উত্তরের হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন এবং দক্ষিণের ইয়ুননানসহ সারা দেশে নেচে গেয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। এ সব জায়গায় অন্য আয়োজনের পাশাপাশি সিংহনৃত্য, ড্রাগননৃত্য এবং সর্পাকৃতির নৃত্য পরিবেশন হচ্ছে। প্রতি বছর দেশটির চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই উদযাপিত হয় এ উৎসব। প্রথা অনুযায়ী, চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের ১২টি প্রাণী নির্ধারিত থাকে। আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছরই একটি করে প্রাণীর নামানুসারে চান্দ্র-নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপন করা হয়। এ বছরকে ধরা হয়েছে সর্পবর্ষ।